কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে দেশীয় একটি এলাজি বন্দুকসহ আবদুল হামিদ (৪৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নোয়াপাড়া শরণার্থী শিবিরের ব্লক নং- এইচ এর ১২২৫/৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল হামিদকে আটক করা হয়। তিনি ওই ব্লকের মৃত আবদুল মোতালেবের ছেলে।
বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, এ ঘটনায় আরও দু'জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককে সোপর্দ করা হয়েছে।
পলাতক আসামিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদার মৃত হামিদ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৪০) ও খারাংখালী এলাকার মৃত আবদুল জলিলের ছেলে নুর আহমেদ (৪৫)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।