কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বেলা ১২ টা দিকে টেকনাফের নাফ নদীর আড়াই নং সুইচ গেইট এলাকা থেকে এ চালান উদ্ধার করা হয়। বিজিবি সদস্যদের দেখে টেকনাফের বহুল আলোচিত ইয়াবার গডফাদার জিয়াউর রহমান (৩১) এসব ইয়াবা রেখে পালিয়ে গেলেও এ ঘটনায় তাকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজিবি'র টেকনাফস্থ ৪২ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, বিজিবি'র একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে ঘটনাস্থল পৌঁছে জিয়াউর রহমান নামের এ ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা চালানটি নিয়ে যেতে দেখে। এ সময় তাকে ধাওয়া করা হলে সে ইয়াবা রেখে পালিয়ে যায়। চালানটিতে ৫০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় জিয়াউর রহমানকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা হয়েছে। জিয়াউর রহমান টেকনাফের নাজির পাড়া এলাকার হাজি মোহাম্মদ ইসলামের পুত্র। জিয়াউর রহমান স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ প্রশাসনের তালিকায় থাকা চিহ্নিত একজন ইয়াবা ব্যবসায়ী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।