আইপিএলে ১৫ ম্যাচ খেলা সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০১২ সালে দলকে শিরোপা জেতানোয় তার ছিল ভালো অবদান। তবে এবার নিলামের জন্য তাকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিলামে উদ্বোধনী ব্যাটস্যমান তামিমের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। গত দুই আসরে পুনে ওয়ারিয়র্স দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।
অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, পেসার রুবেল হোসেন, অফস্পিনার সোহাগ গাজী ও উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি করে।
নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির তালিকায় আছেন ৩১ ক্রিকেটার। এই তালিকায় স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের আয়োজক ভারতীয়দের আধিপত্য (১১ জন)। অস্ট্রেলিয়ার আছেন ১০ জন।
আইপিএলের দলগুলোকে বর্তমানের সর্বোচ্চ ৫ জন ক্রিকেটারকে রেখে দেয়ার সুযোগ দেয়া দিয়েছিল।
দলগুলো যেসব ক্রিকেটারকে ধরে রেখেছে তাদের নিলামে তোলা হবে না।
দুই কোটি রুপি ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকা:
ভারত: দীনেশ কার্তিক, প্রাভিন কুমার, অমিত মিশ্র, আশিস নেহরা, প্রজ্ঞান ওঝা, ইউসুফ পাঠান, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, রবিন উথাপ্পা ও মুরালি বিজয়।
অস্ট্রেলিয়া: জর্জ বেইলি, ব্র্যাড হ্যাডিন, ব্র্যাড হজ, মাইকেল হাসি, মিচেল জনসন, ব্রেট লি, শন মার্শ, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।
ইংল্যান্ড: অ্যালেক্স হেলস, সমিত প্যাটেল ও কেভিন পিটারসেন।
শ্রীলঙ্কা: তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
নিউ জিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেইলর।
ওয়েস্ট ইন্ডিজ: মারলন স্যামুয়েলস।
দক্ষিণ আফ্রিকা: জ্যাক ক্যালিস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।