ইরানের ওপর হামলার হুমকির বিরুদ্ধে ইসরাইলের রাজধানী তেল আবিবে বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরোধী শত শত মানুষ ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইরানে হামলার পরিণতির বিষয়ে সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান আক্রান্ত হলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং গোটা বিশ্বেই এর প্রভাব পড়বে। সামাজিক যোগাযোগ ওয়েব সাইটগুলোর মাধ্যমে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে যুদ্ধবিরোধীরা এ বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের হাতে যেসব প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল সেগুলোর একটিতে লেখা ছিলো, 'ইরানে হামলা করে আত্মহত্যা করবেন না'। স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের প্রধান জেরেমি করবিন 'রাশিয়া টুডে' টিভি চ্যানেলকে বলেছেন, "ইরানকে একঘরে করার প্রচেষ্টার পাশাপাশি দেশটির ওপর হামলার হুমকি মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।