এই ছেলেগুলি কাঁদছে কেন জানেন?
ওরা কাঁদছে আমার-আপনার জন্য। একটুর জন্য আমাদের স্বপ্নটার বাস্তবরূপ দিতে পারল না বলে।
ওরা কাঁদছে- যে ছোট শিশুটা খেলা না বুঝেই 'বাংলাদেশ' বলে চিৎকার করছিল তাকে আরেকটু চিৎকার করার উপলক্ষ এনে দিতে না পারার জন্য। আপনি কাঁদছেন পাকিস্তানের কাছে হারার জন্য। আর ওরা কাঁদছে আপনি কাঁদছেন বলে।
এই কথাগুলি আমার এতবেশি ভাললেগেছে যা ক্রিকেটপ্রেমী হয়ে এর চাইতে আর ভাল কথা শুনতে পাইনি। তাই শেয়ার করলাম।
বলাবাহুল্য এই নিকের মিঃ জন ৪+ বছর বয়সী। সে পোষাক পরে রেডী হয়েছিল মিছিল করবে বলে। একরান হলেও সে আম্পায়ারের ভূমিকা নিয়ে দুই হাত নাড়িয়ে আমাকে বলছিল বাবা আমি ফোর দিয়েদিলাম।
কিন্তু যখন জানল জিততে পারলাম না। সে এটা ওটা ছুঁড়ে ফেলছিল আর বলছিল "আমরা জিততে পারলামনা কেন?" তখন হাই লাইটগুলো দেখাচ্ছিল- আমি বললাম ঐতো খেলা চলছে আমরা জিতে যাব। সে বলল না- ওগুলো আগের খেলা।
মূল লেখা : ২২/৭ নামের একজন ব্লগারের
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।