আমাদের কথা খুঁজে নিন

   

ভোরের আড়ালে কাঁদছে কেউ

আহসান জামান

প্রতিদিন একটি ভোর আলোর ঝুলি নিয়ে ডেকে তোলে মানবজমিন। আলোর তাপে অন্ধকাররা গলে যেতে থাকে, মরে যায়; ষড়যন্ত্রের মৃত্যুফাঁদে। জানালার ফাঁকে ফাঁকে আলোর ভেলায় চুরি করে একান্ত নীরবতা। হাতের মুঠোয় জমে থাকা অপেক্ষারা স্বশব্দে ফেটে পড়ে মৃদহাওয়ার উৎফুল্লতার স্পর্দ্ধায়। পাথুরে কাঠামোয় আবার মানবিক মাংসের গন্ধ, ভোরের আলোয় প্রতিদিন পড়িয়ে দেয় এক মানব-মুখোশ।

ভোরের রোদ্দুর লোভে শিশিরস্নানমগ্ন ঘাসেরা গাঢ় সবুজ আঁচলে ঢেকে রাখে মাঠের আহ্লাদের শরীর। ঝিলের নিশ্চল জলের চলন মুখস্ত করে সারসের বিষণ্ণ গ্রীবা; ভোররোদে গা ভাসানো মাছের শিকার। ভোর এসে খুলে দেয় যাপন মনোপলি; চোখের গহ্বরে ধরে রাখে আকাশের সমস্ত নীল। ভোর এলে মুছে যায় অন্ধকার, আলোর মিছিল; ঢেকে দিয়ে নিঃশব্দের আর্ত্মনাদ। রোদ্দুর পোঁড়াতেই থাকে, দগ্ধ-দহন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।