অভিমানী চোখেতে দেখছ দুঃখ,
জীবনের সুখগুলো কতটা সূক্ষ্ম।
প্রাচীন হয়ে এ জগতে রয়েছে,
যাতনায় তবু তা যতনে সয়েছে।
জরাজীর্ণ পথের তবু নেই শেষ
পথিক হয়েছি তাই করি না বিদ্বেষ।
চলমান, বহমান এই গতিধারা,
থাকতে পারে না নদী কখনো স্রোতহারা।
জড় জীবের সমাবেশে এই দেহ আমার,
চলতে চলতে পথ মেলায় আসে ঘোর।
ঐ দূরে দেখা যায় কাঙ্ক্ষিত সেই,
সকলি বিলীন হয় কাছে আসতেই।
জনম বিভোর করে শূন্যতায় ঘুরি,
দেখতে যাব মন আশারও প্রান্তরি।
গাইছে গান তবু যে সবই অম্লান,
শেষ যাত্রার দৃষ্টি থমকে কাঁদছে প্রাণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।