আমাদের কথা খুঁজে নিন

   

কারাগারে কাঁদছে ঐশী, পড়ছে নামাজ

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আটক ঐশী রহমান নামাজ পড়ছেন। তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও বাবা-মার জন্য দোয়াও করছেন। কারা কর্তৃপক্ষ এ তথ্য দিয়ে গতকাল বলেছে, ঐশী সাধারণ ওয়ার্ডে রয়েছেন। দিনভর মন খারাপ

করে থাকা ঐশী বেশ কয়েকবার কেঁদেছেন। এদিকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঐশীর জামিনের আবেদন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ঐশী রহমানের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও মাহবুব হাসান ওই আবেদন করেন। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হয়। এর আগে সকালে ঐশী ও তাদের গৃহকর্মী সুমীকে কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সুমী এখনো ঢাকা কেন্দ্রীয় কারাগারেই রয়েছেন বলে কারা কর্তৃপক্ষ জানায়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারাধ্যক্ষ মো. আমজাদ হোসেন ডন জানান, এখানে আসার পর থেকে আমরা তাকে ধর্মীয় অনুশাসনে চলার পরামর্শ দিচ্ছি। নামাজ, কোরআন পড়া ও ধর্মীয় বই পড়ায় উৎসাহ দিচ্ছি। তিনি এখন নামাজ পড়ছেন। কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও বাবা-মার জন্য দোয়াও করছেন।

জামিনের আবেদন : ঐশী রহমানের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.