আমাদের কথা খুঁজে নিন

   

পানিতে ডিম ভাসে কেন ?

একটি ভাল ডিম পানিতে রাখলে তা ডুবে যায়, আর সেই ডিমটিই যদি ১ সপ্তাহ পরে যখন পচে যায় তখন পানিতে রাখা হয় তবে ডিমটি কেন ভেসে থাকে ? আর্কিমিদিসের সুত্র মতে, "বস্তুকে কোন স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পুর্ণ ডুবালে বস্তূটি কিছু ওজন হারায়।এই হারানো ওজন বস্তূটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।" এখন আমার কথা হল, আমি তো ১ সপ্তাহ আগে সেই ডিমটিকেই পানিতে রাখলাম, আর তা পানিতে ডুবে গেল,কিন্তূ ১ সপ্তাহ পর সেই একই ডিম পানিতে রাখার পর ভেসে থাকল,আমার প্রশ্ন এখানেই।কেন ? এখন যদি কেউ বলেন এই ডিম এর ভিতরে গ্যাস সৃষ্টি হয়েছে,আর সেই জন্য হাল্কা হয়ে ভেসে রয়েছে,তাহলে আমি বলব রসায়ন বিদ্যার কথা, সেখানে বলা হয়েছে,মোট বিক্রিয়ক পদার্থ আর উতপাদের ভর সমান,সুতরাং যতই বিক্রিয়া হোক না কেন,মোট পদার্থের ভর একই থাকবে।তাহলে কেন এই ডিম পানিতে ভাসে ? এই ক্ষেত্রে যদি ১ম সুত্র সঠিক বলি,তাহলে ২য় সুত্র ভুল হবে আর ২য় সুত্র সঠিক হলে ১ম সুত্র ভুল হবে। এই সমস্যার সমাধান অনেকের কাছে খুজেছি,কিন্তূ দুরভাগ্যক্রমে এর সদুত্তর পাইনি।আপনারা কেউ কি আমাকে এর উত্তর দিয়ে সাহায্য করবেন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।