যদি কেউ কখনও পানিতে নিজের অনিচ্ছায় পড়ে গেলে,
তাকে অবশ্যই প্রথমে কিছুক্ষন শ্বাস বন্ধ করে রাখা উচিৎ
কারন যদি পানির নিচে অনেকক্ষণ থাকতে হয় তাহলে যেন
সে দ্রুত অক্সিজেন সংকট এ না পড়ে । এর আগের কাজ হল,
সে যেন সাহস না হারায় ফেলে, এমন চিন্তা যেন প্রথম এ ই
না আসে যেন, "আমি তো পানিতে পড়ে গিয়েছি এখন কি হবে,
আমি কি মারা যাবো...???" পানিতে অনেকক্ষণ
থাকা হতে পারে তার প্রথম কারন হল কোন কোন সময়
পানির নিচে গাছের শেকড় এর মাঝে পা আটকে যায়, ওই শ্বাস
সংরক্ষণ করে গাছের শেকড় থেকে নিজের
পা ছুটিয়ে আনতে হবে । দ্বিতীয় কারন সাঁতার কাঁটার সময়
নদিতে, বিলে পানির পাক চলে আসতে পারে, পাকটা হল এমন
যে কোন এক জায়গায় পানি পানি ধাক্কা লেগে পানি নিচের
দিকে চলে যায়, এমন জায়গায় পড়ে গেলে সাথে সাথে পানির
ভিতর লাফালাফি না করে আশপাশে কিছু
আছে কিনা সেটা খুঁজতে হবে যাকে অবলম্বন
করে আটকে থাকা যায়, লাফালাফি করলে গায়ের সব
শক্তি হারিয়ে যাবে এর ফলে পরে কিছু করার থাকলেও
গায়ে শক্তি না থাকার কারনে আর কিছু করা যায় না ।
আরেকটা যদি কিছু না পাওয়া যায় তাহলে কিছু করার জন্য
অপেক্ষা করতে হবে যেমন এরকম পাক এ পরলে সেই
পানি তোমাকে পানির অনেক নিচে নিয়ে যাবে, ওই নিচ
থেকে ওঠার জন্য তখন শক্তি লাগবে, এই সময় ও সাহস হারান
যাবে না । তৃতীয় কারন সাঁতার কাঁটার সময় পায়ের
ধমনি কিনবা পেশিতে টান পরলে একটু সাঁতার না কেটে ওই টান
কিভাবে ছড়ান যায় সেটা দেখতে হবে ।
চতুর্থ কারন যদি কেউ
সাঁতার না জানে তবে তাকে যে তুলতে যাবে তার জন্য হল,
যে সাঁতার জানে না তাকে কাঁধের উপর তুলে সাঁতার কাঁটার
কোন দরকার নাই, তাকে টেনে টেনে পারে আনতে হবে,
কাঁধে তুলে সাঁতার কাটলে সেও ডুবে যেতে পারে । ।
আর sea beach এ গেলে কখনই কখনই বুক পানির
নিচে যাওয়া ঠিক না । কারন আমাদের sea beach এ অনেক
বালি আছে, এর মাঝে বিপদ তখন ঘটে যখন
পা চোরা বালিতে পড়ে, চোরা বালিতে পা পড়লে অনেক
নিচে পা চলে যাবে, সেখানেও ভয় না পেয়ে পা অখান
থেকে ছাড়াতে হবে । ।
আর পৃথিবীর প্রায় সব sea beach এ
ই একটা নির্দিষ্ট দূরততে নেট এর একটা বেড়ার মত
দেওয়া থাকে, আমাদের sea beach এ ও দেওয়া আছে,
তবে সেটা sea তে না, কাগজ এ । যদি কেউ কখনও পানিতে নিজের অনিচ্ছায় পড়ে গেলে,
তাকে অবশ্যই প্রথমে কিছুক্ষন শ্বাস বন্ধ করে রাখা উচিৎ
কারন যদি পানির নিচে অনেকক্ষণ থাকতে হয় তাহলে যেন
সে দ্রুত অক্সিজেন সংকট এ না পড়ে । এর আগের কাজ হল,
সে যেন সাহস না হারায় ফেলে, এমন চিন্তা যেন প্রথম এ ই
না আসে যেন, "আমি তো পানিতে পড়ে গিয়েছি এখন কি হবে,
আমি কি মারা যাবো...???" পানিতে অনেকক্ষণ
থাকা হতে পারে তার প্রথম কারন হল কোন কোন সময়
পানির নিচে গাছের শেকড় এর মাঝে পা আটকে যায়, ওই শ্বাস
সংরক্ষণ করে গাছের শেকড় থেকে নিজের
পা ছুটিয়ে আনতে হবে । দ্বিতীয় কারন সাঁতার কাঁটার সময়
নদিতে, বিলে পানির পাক চলে আসতে পারে, পাকটা হল এমন
যে কোন এক জায়গায় পানি পানি ধাক্কা লেগে পানি নিচের
দিকে চলে যায়, এমন জায়গায় পড়ে গেলে সাথে সাথে পানির
ভিতর লাফালাফি না করে আশপাশে কিছু
আছে কিনা সেটা খুঁজতে হবে যাকে অবলম্বন
করে আটকে থাকা যায়, লাফালাফি করলে গায়ের সব
শক্তি হারিয়ে যাবে এর ফলে পরে কিছু করার থাকলেও
গায়ে শক্তি না থাকার কারনে আর কিছু করা যায় না ।
আরেকটা যদি কিছু না পাওয়া যায় তাহলে কিছু করার জন্য
অপেক্ষা করতে হবে যেমন এরকম পাক এ পরলে সেই
পানি তোমাকে পানির অনেক নিচে নিয়ে যাবে, ওই নিচ
থেকে ওঠার জন্য তখন শক্তি লাগবে, এই সময় ও সাহস হারান
যাবে না ।
তৃতীয় কারন সাঁতার কাঁটার সময় পায়ের
ধমনি কিনবা পেশিতে টান পরলে একটু সাঁতার না কেটে ওই টান
কিভাবে ছড়ান যায় সেটা দেখতে হবে । চতুর্থ কারন যদি কেউ
সাঁতার না জানে তবে তাকে যে তুলতে যাবে তার জন্য হল,
যে সাঁতার জানে না তাকে কাঁধের উপর তুলে সাঁতার কাঁটার
কোন দরকার নাই, তাকে টেনে টেনে পারে আনতে হবে,
কাঁধে তুলে সাঁতার কাটলে সেও ডুবে যেতে পারে । ।
আর sea beach এ গেলে কখনই কখনই বুক পানির
নিচে যাওয়া ঠিক না । কারন আমাদের sea beach এ অনেক
বালি আছে, এর মাঝে বিপদ তখন ঘটে যখন
পা চোরা বালিতে পড়ে, চোরা বালিতে পা পড়লে অনেক
নিচে পা চলে যাবে, সেখানেও ভয় না পেয়ে পা অখান
থেকে ছাড়াতে হবে ।
। আর পৃথিবীর প্রায় সব sea beach এ
ই একটা নির্দিষ্ট দূরততে নেট এর একটা বেড়ার মত
দেওয়া থাকে, আমাদের sea beach এ ও দেওয়া আছে,
তবে সেটা sea তে না, কাগজ এ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।