রাজাকার নিষিদ্ধ
আমার কোন ভুল থাকলে আমি বিচারের কাঠগড়ায় দাড়াতে আমার কোন আপত্তি নেই। আমি আমার যুক্তিতর্কে আমার অবস্থান ব্যাখ্যা করবো। আমার অবস্থান ভুল থাকলে আমি মেনে নিব। কিন্তু কেউ আমার মুখ চেপে ধরবে, আমাকে কথা বলতে দেয়া হবে না, এটা আমি কখনোই মানতে পারি না। মানিও না।
গতকাল সচলায়তন নিয়ে অনেক অনেক ব্লগার দুশ্চিন্তাগ্রস্থ ছিলেন। স্বাভাবিক। ভয়টা কি শুধু সচলায়তনের জন্য ছিল? নাকি নিজের জন্যও? আজ সচলায়তন ব্যান, কাল যে সামহোয়াইনব্লগ ও ব্যান খাবেনা তার নিশ্চয়তা কি?
একটা সাইটকে বন্ধ করে দেয়ায় আমার মধ্যে কোন আবেদন তৈরী করে না। আমি ভয় পাই আমার চিন্তা চেতানার স্বাধীনতা নিয়ে। আমার মুখ বন্ধ করে দেয়ার পায়তারা হিসেবেই দেখি।
আমি নিন্দা জানাই এই সবের।
সচলায়তন নিষিদ্ধের প্রতিবাদ জানাই। এই বিষয়ে সচলায়তনের যে কোন উদ্যোগে আমি পাশে থাকবো। প্রতিবাদ চলবে, প্রতিবাদ চলুক।
সংবাদটি প্রথম আলো থেকে নেয়া।
সচলায়তন নিষিদ্ধ?
সচলায়তন নামের ইন্টারনেট ভিত্তিক একটি বাংলা ব্লগকে বাংলাদেশে নিষিদ্ধ করার অভিযোগ করেছে ব্লগ কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে ওই ব্লগ যারা পরেন এবং যারা সেখানে লেখালেখি করেন তারাও একই অভিযোগ তুলেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিসিএলের ইন্টোরনেটবিষয়ক দপ্তরের বিভাগীয় প্রধান এবিএম হাবিবুর রহমান কোন মন্তব্য করতে চাননি। ব্লগ কর্তৃপক্ষ বলেছে, তাদের কোন কারিগরি সমস্যা নেই। এ বিষয়ে তারা নিশ্চিত।
তবে বাংলাদেশ থেকে ব্লগটি দেখা না গেলেও বিশ্বের অন্যান্য স্থান থেকে অনলাইনে এ ব্লগে ঢোকা যাচ্ছে। ব্লগটির ঠিকানা
http://www.sachalayatan.com৷− নিজস্ব প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।