আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা পাকিস্তানকে অত্যন্ত ভালবাসেন!



পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর সঙ্গে হোয়াইট হাউসে একান্ত এক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি পাকিস্তানকে অত্যন্ত ভালবাসেন এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্মুখ সারির অংশীদার থাকার দীর্ঘমেয়াদী অঙ্গীকার করেন। ওয়াশিংটনে পরমাণু শক্তির অধিকারী বৃহৎ দেশগুলোর শীর্ষ সম্মেলনের একদিন আগে শনিবার ওবামা রাজা গিলানীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। সেখানে কোন প্রটোকল মানা হয়নি এবং কোন সাংবাদিককেও ঢুকতে দেয়া হয়নি। ওবামার প্রশাসন পাকিস্তানে মার্কিন বিরোধী মনোভাব হ্রাস করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। হোয়াইট হাউস থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়েছে, গিলানীর সঙ্গে বৈঠকের শুরুতেই ওবামা বলেন, তিনি শুধু শুধুই পাকিস্তানকে ভালবাসেন না।

তিনি কলেজ জীবনে দেশটি সফর করেছিলেন। গত সপ্তাহে পেশোয়ারে মার্কিন কনস্যুলেটে হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেয়ার জন্য তিনি পাকিস্তানের প্রশংসা করেন এবং পৃথক বোমা হামলায় ৪৬ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। হোয়াইট হাউসের বিবৃতিতে ওবামার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়। তিনি বলেছেন, একই দিন দুটি হামলার ঘটনা থেকে এটাই বোঝা যায়, চরমপন্থীদের কোন বাছবিচার নেই। আমরা সত্যিকারভাবেই একটি অভিন্ন শত্রুর মোকাবিলা করছি।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদু'টি দেশ অভিন্ন মূল্যবোধের অংশীদার এবং দক্ষিণ এশিয়ায় চরমপন্থীর বিরুদ্ধে একত্রে লড়াই করছে। ওবামা বলেন, নিরাপত্তা প্রশ্নের বাইরেও আমরা বহুমুখী ও দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছি। মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র গত বছর দেশটিকে প্রদানের জন্য সাড়ে ৭শ কোটি ডলারের সাহায্য প্যাকেজ অনুমোদন করে। তবে ওবামা পাকিস্তানের ঐতিহাসিক শত্রুদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছেন এবং এক্ষেত্রে তিনি সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করে এগিয়ে চলেছেন। ওবামা একই দিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করেন।

এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী চরমপন্থীদের লাগাম টেনে ধরতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার জন্য ওবামার প্রতি আহবান জানান। -ওয়াশিংটন থেকে এএফপি :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।