আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরো

কক্সবাজারে ২ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান তোলে তারা। জবাবে পাকিস্তানের মেয়েরা ৪৪.১ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয়।

১৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধীর ব্যাটিং করার সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৬৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।

তবে আট নম্বর ব্যাটসম্যান আসমাভিয়া ইকবালের ৮৬ বলে ৪০ রানের ইনিংসের কল্যানে পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে সফরাকারি দল। ম্যাচ সেরা লতা মন্ডল ৩৫ রানে ৪ এবং জাহানারা আলম ২২ রানে ৩ উইকেট নিয়েছেন।

এর আগে বাংলাদেশ ভালো শুরু না পেলেও রুমানা আহমেদের কল্যানে লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারে। ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর উইকেটে আসেন রুমানা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার সময় বাংলাদেশের রান ছিল ১০০।

৫টি চারে ৭৫ বলে ৪৪ রান করেছেন রুমানা।

এর পর বাংলাদেশের স্কোর দেড় শ' পেরিয়েছে শায়লা শারমিন ও নুজহাত তাসনিয়ার দুটি ইনিংসে ভর করে। শায়লা ৪৯ বলে ২২ এবং নুজহাত ৩০ বলে ২৬ রান করেছেন।

সিরিজের পরের ম্যাচটি একই ভেন্যুতে বৃহস্পতিবার।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.