আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানকে নিয়ে সংশয় কাটেনি

এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই একথা বলেছেন। গতকাল এক স্যাটেলাইট চ্যানেলে টকশোতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এসিসি সভায় পাকিস্তান বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি, কিন্তু এশিয়া কাপে তারা অংশগ্রহণ করবে কিনা সেটাও এখনো নিশ্চয়তা দেয়নি। আমরা তাদেরকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছি।

বলেছি বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, আসর চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। অথচ পিসিবি এখন পর্যন্ত তাদের ক্রিকেটারদের ঢাকা আসার ছাড়পত্র দেয়নি। পাপন জানান আমার সঙ্গে পাকিস্তান বোর্ড সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি কখনো আমাকে না বলেননি। তবে যতদূর জেনেছি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে আপত্তি করছে।

পাকিস্তান যদি না আসে তাহলে কি এশিয়া কাপ হবে। পাপন বলেন, এশিয়া কাপে শুরুর দিকে কোনো সময় ভারত বা পাকিস্তান অংশগ্রহণ করেনি। তারপরও এশিয়া কাপ হয়েছে। সুতরাং কোনো দেশ না আসলে এবারে এশিয়া কাপ না হওয়ার কারণ দেখছি না। তাছাড়া বাড়তি দল হিসেবে আফগানিস্তানকে নেওয়া হয়েছে।

সুতরাং পাকিস্তান আমলে ভালো না হলে চারদেশ নিয়ে এশিয়া কাপ ভালোভাবেই আয়োজন করা যাবে। পাপন বলেন, কোনো কারণে পাকিস্তান এশিয়া কাপে না আসলেও টি-২০ বিশ্বকাপ খেলতে অবশ্যই তাদেরকে বাংলাদেশে আসতে হবে। কারণ বিষয়টি আইসিসি সভায় চূড়ান্ত হয়েছে। টকশোতে পাপন বলেন, টেস্ট খেলতে পারবে কিনা যে শঙ্কাটা ক্রিকেটপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে তা আইসিসির সভায় পুরোপুরি কেটে গেছে। এখন থেকে বাংলাদেশ আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে অস্ট্রেলিয়া দলকে ঢাকা আনার চেষ্টা চালাচ্ছি। এছাড়া টেস্ট না হলেও বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে সিরিজ খেলতে অচিরেই ভারত সফরে যাবে। এখন পর্যন্ত ভারত সফর না করাতে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ থাকাটা স্বাভাবিক। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আগেও কথা হয়েছে। আশা করছি ৮ ফেব্রুয়ারিতে আইসিসিতে যে সভা বসতে যাচ্ছে সেখানে বিষয়টি চূড়ান্ত করতে পারব।

এছাড়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েকে ঢাকা সফরে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.