খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে একই পরিবারের নারী ও শিশুসহ ৭জন গুরুতর অসুস্থ হওয়া খবর পাওয়া গেছে। কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শাহেনা আক্তার (৪০), সুবর্ণা আক্তার (২৫), আইরিন (১৫), অহি (৮), বিথী (১১), জোবায়ের (৫) ও আবদুল বাতেন (৬)কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রামেশ্বর পুর গ্রামের সৈয়দ আহম্মদ ফোরম্যানের বাড়ির মোঃ সেলিমের ঘরে তাঁর পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় কিছুক্ষণ পরে রাতের খাবার খাবার খায়। এর ঘন্টাখানেকের মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে রাতেই এবং সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এনিয়ে জানতে চাওয়া হলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী জানান, খবর পেয়ে তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কিভাবে খাদ্যে বিষ এলো তা পরিষ্কার নয়। এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ করেননি আক্রান্তরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।