একটি পোকা, দুইটি পোকা, তিনটি পোকার দল হটাত কোথায় কুড়িয়ে পেলো আজব একটি ফল ফলের গায়ে একটু সবুজ, একটু আছে লাল ফলটি খেতে একটু মিঠে, একটু আবার ঝাল! তিনটি পোকা, চারটি পোকা, পাঁচটি পোকা মিলে দেখতে এলো আজব সে ফল কোথায় খুজে পেলে? ফলের ভেতর একটি বিচি, আধটি আবার নেই ফলটি ঘিরে পোকাগুলো উড়ছে সেখানেই। পাঁচটি পোকা, ছয়টি পোকা, সাতটি পোকা এসে ফলটি নিয়ে সবাই মিলে গল্প করতে বসে- এমন সময় বৃষ্টি হলে, বর্ষাতে একদিন আজব সে ফল কেমন করে পাড়লো একটি ডিম! সাতটি পোকা, আটটি পোকা, নয়টি পোকা বলে ফলের ডিমেই ফল ধরবে কয়েকটা দিন গেলে। কয়েকটা দিন, কয়েকটা রাত এমনি করেই কাটে সবাই বসে অপেক্ষাতে, ডিমটি কবে ফোটে। একটি পোকা একটু বোকা একলা ছিলো বেশ একা একাই ঘুরতে থাকে সারা বাংলাদেশ সেই পোকাটি আসলে ফিরে সবাই মিলে দশে আজব ফলের আজব সে ডিম ফুটলো অবশেষে। (ছড়া, শিশুসাহিত্য)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।