মুন রিভার ...
হাজার ঝি ঝি পোকা
অযুত জোনাক রাত,
একটা রাতের অপেক্ষাতে
সুদীর্ঘ প্রভাত। ।
ঝাপসা নিয়ন বাতি
টিমটিমে মশাল,
অপেক্ষাতে সুর্যগ্রহন
একের অধিক কাল। ।
ঘুমের অধিক জাগরনে
সময়গুলো পার,
অনন্ত পথ পাড়ি দিয়ে
অরন্য সবার।
।
বিধুর রাতের জেগে ওঠা
কবে কখন শেষ,
চাতক পাখির ঘুম কাটেনা
চোখে ঘুমের রেশ। ।
চাতক পাখি,আমি
দেখছি কে কাকে!
সব প্রশ্নের শেষ ভুবনে
নিলো আমাকে। ।
রানা/২০০৯
হেমন্তকাল
একটা রাতের অপেক্ষাতে...’। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।