থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। যারা ভেবেছিলেন বাঙলাদেশ জিতবে, তারা এইটাও জানতেন যে বাঙলাদেশ দুই একটা খেলায় ঝড়ে পড়া বকের মত জিতে যেতে পারে, কিন্তু পেশাদারিত্বের চরম পরীক্ষায় সব সময়েই অনুতীর্ণ রয়ে গেছে। এমন একটা টিমের কাছে বেশি আশা না করাটাই শ্রেয়।
স্মরণে রাখুন এর আগের অনেক জিততে-জিততে-হেরে-যাওয়া ম্যাচের কথা। আমাদের জন্য এইটাই স্বাভাবিক।
পাকিস্তান পেশাদারিত্বের সাথে খেলে। তারা আমাদের মত কচিকাঁচাদের টিম নয়। আমাদের বোর্ড চেয়ারম্যানের পেয়ারের বান্দারা থাকে এই টিমে, আর ওদের থাকে যোগ্যরা!
আসুন এই ক্ষেত্রে অন্ততঃ পাকিস্তানের কাছ থেকে কিছু শিক্ষা নেই।
আর তাদের প্রতি একটু সমবেদনা, যারা মার্চ মাসের এই খেলায় পাকিস্তানকে হারাবার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭১ সালের মার্চে পাকিস্তান আমাদের দেশে গণহত্যা চালিয়েছিল, কিন্তু খেলা আর রাজনীতি আলাদা ব্যাপার।
যদি কেউ বলতেন খেলার প্রতিশোধ খেলা দিয়ে নিতে, সেইটা হত সবচেয়ে ভাল। যুদ্ধের প্রতিশোধ খেলা দিয়ে নেওয়া যায়? গরুর মাংশ না খেয়ে মাশরুম খেলে কি বলা যাবে গরুর মাংস খেয়েছি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।