শঙ্খপাপ আমার
আমি তো হেরে গিয়েছি কবেই এইসব ধানী জমির কাছে,
নিরন্ন বটতলাছায়া- জাতজ রাখিবন্ধন কলাগাছাগত ভেলা;
আমার তো কবেই পাপ-পুণ্য ড্রয়ার-আলমারি বন্ধী হয়েছে
তাই এইসব চক্ষুসিঁড়ি নদীধাপে ঈশ্বর দেখি না একপশলা
আমি নদ-নদীনাঙ্গন দেখি, শামুক দেখি, শিশিরশাড়ি পরি
হেমন্তশালুক আগলাই, ব্যায়াম করাই আমার পকেট-হৃৎপিন্ড
ট্যামা কবুতর এবং রোদকাটা লেজুড়-ঘুড়ি দেখি যত্ন করি
হৃদে ছলকে উঠে একপশলা লালসবুজদুর্মূল্য বাঙলাদেশরক্ত।
১৯ই মার্চ, ২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।