ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন। বিনোদন মতিবেদক
ঢাকায় চলমান এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাকিস্তান জয় লাভ করলে নগরীর প্রধান সড়কে বিবসনা হয়ে দৌড়ানর ঘোষনা দিয়েছেন প্রতিবাদী নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
আজ এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন পাপিয়া।
সংসদে অনল বর্ষী বক্তৃতার জন্য বিখ্যাত এই নারী সাংসদ বলেন, মালাউন মডেল পিশাচিনী পুনম পান্ডে গত বছর বলেছিল, ভারত জিতলে সে বিবসনা হয়ে দৌড়াবে।
তাকে বিবসনা দেখতে ভারতের লম্পট ক্রিকেট খেলোয়াড়রা জান প্রান দিয়ে ক্রিকেট খেলে এবং জয় লাভ করে। কিন্তু পাকিস্তানের এমন কোন পিশাচিনী নেই। পাকিস্তানের পিশাচিনী ভিনা মালিক মুম্বাই শহরে বসবাস করে হাফ হিন্দু হয়ে গেছে। সে ভারতীয়দের জন্য উলংগ হয়, পাকিস্তানী ভাইদের জন্য নয়।
পাপিয়া বলেন, পাকিস্তানকে এই ম্যাচে জিততেই হবে।
এটি পাকিস্তানের সম্মানের প্রশ্ন। তাই পাকিস্তানকে উৎসাহ দিতেই তিনি এই ঘোষনা দিয়েছেন।
আবেগঘন কণ্ঠে পাপিয়া বলেন, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।
বাংলাদেশের সাংসদ হয়ে কেন তিনি পাকিস্তানের সমর্থনে বিবসনা হবেন, এ প্রশ্নের জবাবে পাপিয়া বলেন, বাংলাদেশ জয় লাভ করলে ক্ষমতাসীন বাকশালী সরকার তার কৃতিত্ব দাবী করবে। আমি বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার সাংসদ, আমি কিভাবে তা হতে দেই।
বিবসনা হয়ে দৌড়ানর জন্য পাকিস্তান থেকে কোনরুপ অর্থ সাহায্য পেয়েছেন কি না, এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়ে পাপিয়া বলেন, খেলার সাথে রাজনীতি মিশান ঠিক নয়।
পাপিয়াকে সমর্থন দিয়েছেন কারওয়ানবাজারের সর্দার মতিচুর রহমান ও উপসর্দার আমিষুল হক।
আমিষুল হক এ প্রসংগে মতিবেদককে বলেন, পাগলী একটা।
সূত্র: দৈনিক মতিকণ্ঠ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।