আমাদের কথা খুঁজে নিন

   

নাইবা তুমি রইলে

নামটা মনে রাখবেন আমি তো জানতাম - আকাশ নীল হয় কিন্তু আজকাল আর তা দেখতে পাই না। আকাশটাকে দেখি ধূসর রঙে; ওহ সংশয়! আমি আকাশ দেখতে গিয়ে , ভুল করে আর তোমায় দেখতে চাই না। প্রবল বর্ষণের পর , মনে ভাব করে ভর্। সেই স্যাঁতসেঁতে সময়ে মনে হয় . . . যদি তুমি আমার পাশে এসে বসিতে! হ্যাঁ , তুমি আসো। পাশে বসো সবসময় আমি জানি - তুমি আসো . . . তুমি আছো। তুমি ছিলে। তুমি থাকবে! আশা আছে আমার্। নাহয় এখন তোমায় দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি আছো নীল কিংবা ধূসর আকাশের কিনারায় আর তুমি আছো এই মনে ছিলে, আছো , থাকবে! সেই আশায় আছি আমি। 'নাইবা তুমি রইলে' সন্ধি মুহিদ ৫ ফেব্রুয়ারি ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.