এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।
তুমি আমায় নাইবা সময় দিলে
আমার সাথে নাইবা বললে কথা
তুমি না হয় চললে নিয়ম মেনে
চললে মেনে সংস্কার ও প্রথা।
তুমি না হয় চলেই গেলে দূরে
সব ভালো কি ধরে রাখা যায়?
আমার জীবন কাঁদুক আপন সুরে
অশ্রু নিবে কার পড়েছে দায়?
তুমি না হয় সবার মতই হলে
আমি তোমার বিশেষ তো কেউ নই
তারপরেতেও স্মৃতি হয়ে দেখ
হৃদয় তোমার নিত্য নাড়াবই।
আমি না হয় একাই রয়ে গেলাম
সবাই কি আর সংগী খুঁজে পায়
আমি তোমার বিশেষ তো কেউ নই
মরলে আমি কার কি এসে যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।