সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
প্রেমিকা না হলে কি বন্ধু হওয়া যায় না,
প্রেমিকা তুমি নাইবা হলে।
বন্ধু হয়ে কাছে থাকলে,
যাবে তুমি আমার বাড়ি,
উঠানে দাঁড়িয়ে ডাকবে আমায় নাম ধরে।
তোমার কণ্ঠের সুর শুনে,
ঝড়ো হাওয়ার মত ছুটে আসব আমি।
বসতে দেবে আমার ঘরের দাওয়ায়,
কথার ফাঁকে ফাঁকে চুপটি করে
দেখে নেবে কেমন আছি আমি।
বার বার তোমার ওই দুটি চোখ
খুঁজবে আমার চোখে
তোমার প্রতি ভালোবাসা আছে নাকি!
তোমার ভুল ধরিয়ে দিবো আমি।
সামনে পেশ করবো বন্ধুত্বের নজরানা,
তারপর তুমি রাগে অভিমানে চলে যেতে চাইবে,
পেছন থেকে হাতটি ধরব আমি।
বলবো,ভালো তো বাসি বিন্দু বিন্দু শিশির কণা,
সিন্ধু হোক- পূর্ণ হবে তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।