বুধবার সকালে নগরীতে বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ পণ্ড করে দেয়। সকাল থেকে হালকা যান চলাচল করেছে। তবে ভারি যানবাহন বন্ধ থাকে।
এছাড়া স্কুল-কলেজ, অফিস-আদালত ও দোকান-পাট খোলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে কাদিরগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল সাহেববাজার এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে মালোপাড়া মোড়ে পুলিশ বাধা দেয়।
তখন হরতাল সমর্থকরা রাস্তায় বসে পড়েন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এদিকে খড়খড়ি বাইপাস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও পিকেটিংয়ের চেষ্টা করেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই তারা পলিয়ে যান বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।