বর্তমান যুগ সমালোচনার যুগ। বেশি বেশি সমালোচনা করবেন বেশি বেশি বাহবা পাবেন। তবে বাহবা পেতে গিয়ে কিছু লোক যে ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিরুদ্ধে ঝাপিয়ে পরেন সেটা মাঝে মাঝে যেমন অনাকাঙ্খিত তেমন নির্বুদ্ধিতার পরিচয়। তারা বিষয় দেখে সমালোচনা করেন না । তারা সমালোচনা করেন নিজেকে ভাবুক ও অতিমেধাবি হিসেবে পরিচিত করতে।
আজ যদি মা দিবস, বাবা দিবস, নারী দিবস, ভালবাসা দিবস ইত্যাদি নিয়ে সবাই আবেগ মাখা স্ট্যাটাস দেন তবে তারা নেমে যাবেন এর বিরুদ্ধে। একটা দিন নিয়ে এত বাড়াবাড়ি কেন, এটা কেন এক দিনে সীমাবদ্ধ ইত্যাদি ইত্যাদি। আপনি যদি রেশমাকে নিয়ে লেখেন তারা আপনার বিরুদ্ধে নামবে আপনি কেন সবার কথা বলেন না। আপনি যদি আবার সবার কথা বলেন তখন আবার তারাই বলবে রেশমা ত হল, আস্তে আস্তে সব হবে আপনারা অধৈর্য কেন। আপনি মুন্নি সাহা কে নিয়ে বললে তারা তার পরিশ্রমের সুনাম গেয়ে ভাসিয়ে দিবেন।
আবার আপনি প্রসংসায় নামলে আপনাকে জবাব দিতে হবে আপনি কেন এদের ত্রুটি নিয়ে কথা বলেননা। আপনি রাজাকারের ফাঁশি চাইলে আপনি দোষী আবার আপনি শাপলা চত্তরে গেলেও দোষী। তারা যে আসলে কি চায় তারা নিজেরাই জানেনা। আপনি শেয়ার মার্কেট নিয়ে বললে আপনাকে আভিযুক্ত করা হবে আপনি কেন ডেস্টিনি, গ্রামীনব্যাংক নিয়ে বলেননা। আসলে এসব গাধা লোকের সমস্যা হল এরা ভালর মাঝে মন্দ খোঁজে।
এখন আমি যদি বলি আমার কোন দোষ আছে তাহলেও হয়তো তারা কোনও না কোনও ত্রুটি বের করে ফেলবেন। আমি কেন এসব অদরকারি কথা লিখে টাইম নষ্ট করি। আমি তো এই সময় টা ধর্ষণ, হরতাল ইত্যাদি নিয়ে লিখলে দেশের আরও বেশি কাজে লাগত। আমি তাদের বলব ভাইরে, কেউ ভালো কিছু করতে চাইলে তাদের বাধা দেন কেন, তার কাধে কেন সব সমস্যা নিয়ে কথা বলার দায়িত্ব চাপিয়ে দেন। আপনিও কিছু বলেন না রে ভাই।
আমরা ছাড়া আর কে পারে আমাদের দেশকে এমন ভাবে ভালবাসতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।