~ ভাষা হোক উন্মুক্ত ~
গত কয়েকদিন থেকে সামহয়ারইন পেইজ লোড হতে খুব সময় নিচ্ছে। সুচীপত্র বানাতে বার বার রিফ্রেস ও এডিট করতে হচ্ছে পোষ্ট। প্রতিবার রিফ্রেস দিলে বা কোন লিঙ্কএ ক্লিক করলে ৫ থেকে ৪৮ সেকেন্ড পর্যন্ত সময় নিচ্ছে পেইজ লোড হতে। মাঝে মাঝে সাথে সাথেই হয়ে যাচ্ছে, কিন্তু সেটার পরিমান নগন্য। প্রথম বেশ কয়েক সেকেন্ড ব্রাউজারের প্রগ্রেস বার শুন্য থাকে, মাঝে মাঝে মাঝমাঝি এসে আটকে যায়, কিছুক্ষন পর পেইজ লোড হওয়া শুরু হয়, তখন ১ সেকেন্ডে লোড হয়ে যায়। ফায়ার ফক্স ও ইন্টারনেট এক্সপ্লোরারে একই অবস্থা।
ভিসুয়াল রুট আর পিং সহ ট্রেসরুটের ছবি দিলাম (tracert.pdf.jpg)। রিনেম করে tracert.pdf করে নিতে হবে।
নেটওয়ার্কিং গুরুরা আওয়াজ দেন ভাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।