আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টস শিল্পের সমস্যা সমাধানে ব্যাপক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সমস্যা উত্তরণে সরকার আগ্রহী।

বেপোয়া মানুষ গার্মেন্টস শিল্পের বিদ্যমান সমস্যা দূরীকরণে সরকার ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে গার্মেন্টস সেক্টরে এলাকাভিত্তিক কারখানার সংখ্যা, মোট শ্রমিক-কর্মচারীর সংখ্যা, বিদ্যমান সমস্যা ও সমাধান এবং এই শিল্পকে আন্তর্জাতিক মানের করতে একটি স্টাডির উদ্যোগ নেওয়া হয়েছে। গার্মেন্টস সেক্টরে উদ্ভূত সংকট বা সংকট সৃষ্টির আশঙ্কাকে উৎসমূলে সরেজমিনে তাৎক্ষণিকভাবে নিরসন করার জন্য স্থানীয় সংসদ সদস্যদের নেতৃত্বে সাতটি আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি কাজ করছে। এ শিল্পের সার্বিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তথা রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে আরো ১০ মন্ত্রীর সমন্বয়ে একটি 'গার্মেন্টস শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটি' গঠন করা হয়েছে। এর ফলে গার্মেন্ট সেক্টরের অগ্রগতির অন্তরায়সমূহ নিরসন করে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য এ সরকারের সাড়ে চার বছরে প্রায় ৩৭ হাজার ২৩১ টন শস্য জমা রাখার বিপরীতে এ পর্যন্ত প্রায় ৪৪ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এতে দেশে প্রায় এক লাখ কৃষক পরিবার উপকৃত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ ছাড়া ই-গভর্ন্যান্স কার্যক্রম উত্তরণের জন্য সরকারি পর্যায়ে ই-ফাইলিং, ই-সার্ভিসসহ দেশব্যাপী সরকারি দপ্তরগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপন ও অ্যাপ্লিকেশন উন্নয়নের কাজ চলছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এভাবে একের পর এক বিভিন্ন সেক্টরে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আর সরকারের এ ভূমিকা দেশের অর্থনীতিকে অবশ্যই উপরের দিকে নিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.