আমাদের কথা খুঁজে নিন

   

আমীর খসরু স্বপন: জর্নাল-২০১০

যুদ্ধরত কোন দেশের ভেতর, অত্যন্ত গভীর কোন অরণ্যঘেরা শহরের ভেতর প্রতিদিন ভেসে উঠছে আমার খোয়া-যাওয়া, বিকৃত-হওয়া স্বচ্ছ দুচোখ আর আমার খ্যাঁতলে যাওয়া হৃদয়টা পশুদের খাদ্য না হওয়ায় সেটা এখন স্বপ্ন দেখতে শুরু করেছে কঙ্কালে ভরা একটা অর্ধ ডোবার জলে যদিও জানি না যুদ্ধের অন্তরালে, পর্নোপৃথিবীর দিকে প্রতিদিন নিখোঁজ হচ্ছে কতটা মেয়ে! তবুও এই ঘৃণামিশ্রিত মুখ, হায়, শোক সংবাদ হয়ে ছড়িয়ে গেলেও কারো কিছু করারই থাকে না আর এটা ভেবে একদিন মৃত্যুকে করুণা করা যায় কিন্তু যে তুমি হাঁ করে ভেসে উঠছো পটকা মাছের মতো আয়েশি মেজাজে তাকে কী করে করুণা করা যায়! ভাবছি নৃত্যের দাপুটে ছন্দকে ভেঙ্গে দিতে আসরের গভীরতা খুব প্রয়োজন আর ভাবছি এতোটা হারানো বিজ্ঞপ্তি শহরের কোন দেয়ালে টানানো হবে উৎস: আমীর খসরু স্বপনের কবিতার বই "বিবস্ত্র দুপুরের শবগাড়ি" থেকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.