...... সৃষ্টিশীলতার সন্ধানে
(আরটিএনএন ডটনেট)-- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ২৫০টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও নির্বাচন কমিশন তা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলমের প্রধান নির্বাচন সমন্বয়কারী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার রাতে এমএ আজিজ স্টেডিয়ামের পাশ্ববর্তী জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন কন্ট্রোল রুমে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
সিসিসি নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হচ্ছে বলে অভিযোগ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেন, নির্বাচনে প্রায় ২৫০টি কেন্দ্রের ভোটে ৫০ হাজারের অধিক ভোট পেয়ে মঞ্জুর আলম এগিয়ে আছেন।
আর এ কারণেই নির্বাচন কমিশন তা প্রকাশ করছে না বলেও তিনি অভিযোগ করেন।
আনারস মার্কার (মঞ্জুর প্রতীক) প্রধান এজেন্ট থাকা সত্ত্বেও নাসিরাবাদ টিচার্স ট্রেনিং সেন্টারসহ অনেক কেন্দ্রে আমীর খসরুকে ঢুকতে দেয়া হয়নি বলে তিনি সাংবাদিকদের জানান।
আমীর খসরু মহিউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে ২০টিরও অধিক কেন্দ্র দখল করে জাহাজ প্রতীকে সিল দেয়ার অভিযোগ করেন।
এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমের নির্বাচনী কন্ট্রোল কক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে বেসরকারিভাবে যে সকল তথ্য চলে এসেছে, তাতে ২৫০টি ভোট কেন্দ্রে আনারস প্রতীক প্রায় ৫৯ হাজার ভোটে এগিয়ে আছে। ’
বিএনপি প্রার্থী যেখানে জয়ী সেখান থেকে ফলাফল খুবই ধীর গতিতে আসছে বলেও তিনি অভিযোগ করেন।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর অভিযোগ, জালালাবাদ ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রের ফলাফলে প্রিজাইডিং অফিসার এখনো স্বাক্ষর করছেন না।
এছাড়া, বন্ধন ক্লাবের প্রিজাইডিং অফিসার ফলাফলে স্বাক্ষর না করে পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।