ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....
সদ্য সংবাদ
নিজামীকে দুই মাসের জামিন
Mon, Jul 14th, 2008 4:16 pm BdST
ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্যাটকো মামলায় আটক সাবেক শিল্পমন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে দুই মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে তাকে কেন এই মামলায় স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আগামী দুই সপ্তাহ সময় দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ নিজামীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
নিজামীর পক্ষে শুনানিতে অংশে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, "দুদক আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলায় তদন্ত প্রতিবেদন দায়ের করতে হয়। এ মামলায় ২৫১ দিন পর অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
"
তিনি আরও বলেন, "গ্যাটকো দুর্নীতি ঘটনার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবসহ অনেক সচিব জড়িত ছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি। হয়রানির জন্য নিজামীর বিরুদ্ধে অসদুপায়ে মামলা করা হয়েছে। "
বাদীপক্ষের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, "৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক নয়। এই বিধান নির্দেশনামূলক।
"
আদেশের পর নিজামীর আইনজীবী আব্দুর রাজ্জাক বলেন, "নিজামীর বিরুদ্ধে আর কোন মামলা নেই। তাকে অন্য কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাই তার মুক্তি পেতে কোন বাধা নেই। "
গত ১৮ মে নিজামীকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
কমিশন গত ১৩ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ও মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৬৩০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।