আমাদের কথা খুঁজে নিন

   

আমীর আর ফকির....।

এখনই, নয়তো কখনই নয়...।

সেদিন হাজিরা খাতায় সই করতে গিয়ে বিরক্তিতে আচ্ছন্ন হলো মনটা। মাসের শুরু, তাই পুরো খাতাটা ফকফকা। তারমানেঃ পুরো নামটা লেখো, তো অফিস আইডি নাম্বারটা দাও, তারপর ডেসিগনেশান, এরপর মোবাইল নাম্বারটা লিখে তবেই রেহাই পেতে পারো অর্থাৎ সইটা দিতে পারো। কেন বাপু এত্ত লেখাজোকা? কম্পিউটারে একবার লিখে ফেললেই তো হয়।

জ্বি, শুধু একবারই কষ্ট করে সবার নাড়ি-নক্ষত্র লিখে ফেলা, পরবর্তিতে শুধু প্রিন্ট নাওয়া আর হাজিরা খাতায় পেষ্ট করা। তো কিছু সময় ব্যয়ের পর, নাড়ি-নক্ষত্রের তালিকাটা দাড় করালাম, কিন্তু ওই হাজিরা খাতার ঘরগুলোর সাথে আমার তালিকার ঘরগুলো কিছুতেই মেলে না। ইতিমধ্যে ট্রায়াল-এরর করতে করতে লেজারে প্রিন্ট করা ১৫-২০ টি পাতা ওয়েস্ট পেপার বাস্কেটে বিসর্জন। তাই আমার মেদবহুল তালিকাটা নির্মেদ করতে সবার ডেসিগনেশান অ্যাভরিভিয়েশনে লেখা আরম্ভ করলাম। ফলাফল হলো নিম্নরূপঃ Senior Assistant Vice President= SAVP Assistant Vicer President= AVP Senior Executive Officer= SEO Executiver=EO Senior Officer= SO Officer= O যাই হোক তালিকাটা পেষ্ট করার সময় আমার এক সহকর্মী আমাকে বললেন; -কেমন আছেন মামুন ভাই? কয়দিন আগেও ছিলেন EO আর এখন SEO -আরে রাখেন আপনার EO আর SEO....।

বলেন Officer টা অ্যাভরিভিয়েট করলে তার মানে কি দাড়ায়? আমার পাল্টা প্রশ্ন। -কেন "ও" (O )l আমার সহকর্মীর নিতান্তই নিরীহ উত্তর। -কিন্তু অনেক সময় জিরো Zero (০) সংখ্যাটাকে জিরো উচ্চারন না করে তার পরিবর্তে "ও" উচ্চারন করা হয়। -তাতে কি? -তাতে জিরো="ও" হলে, "ও" কে উল্টে পাল্টে জিরো হিসাবে বিবেচনা করা যায়। তাতে ডেসিগনেশান গুলোর মানে কি দাড়ায় জানেন।

Senior Executive Officer= Senior Executive জিরো Executive Officer= Executive জিরো Senor Officer= Senior জিরো Officer= জিরো আমি আগে ছিলাম এক্সিকিউটিভ জিরো আর এখন হলাম সিনিয়র এক্সিকিউটিভ জিরো। কিন্তু জিরো মানে তো শূন্য, Null, কপর্দকহীন, ফকির। তাই পদোন্নতি যা-ই পাই না কেন, জিরো তো আমার পিছু ছাড়ছে না। যদ্দিন না এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হবো…. মানে প্রেসিডেন্টের মানে তো বোঝেনই “রাজা কিংবা আমীর”….. তদ্দিন কোন শান্তি নাইরে ভাই। কম্পিউটারে করা হাজিরা খাতার নামের তালিকা আর তা থেকে উদ্ভব হওয়া আমার আমীর ফকিরের বয়ান আর বেশি দূর এগোয় না, সহকর্মীর হাসির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.