তিমুরীয় স্থাপত্য নিদর্শনের প্রতি আমার সবসময়ই আগ্রহ ছিলো। আর বর্তমানে আমি আলেক্স রাদারফোর্ডের এম্পায়ার অভ দ্য মোঘল পড়াতে সেটা আরো বেড়ে গেলো। বস্তুত তৈমুর(১৩৩৬খ্রীঃ-১৪০৫খ্রীঃ) সবসময় তার দরবারে সেরা জৌতিষ,সেরা চিত্রকর,স্থপতি ও কবিদের স্থান দিয়েছিলেন। তার দ্বারা বিজিত অঞ্চল থেকেও তিনি প্রচুর গুনী লোকদের একরকম ধরে এনেছিলেন।
১৪০৫ সালে তার মৃত্যু হয় অত্রার নামক সির দরিয়ার পাড়ে।
সেখান থেকে তাকে এনে তার পুত্র শাহরুখ সমরকন্দে গুর-এ-আমীর এ কবর দেয়। এ জায়গাটি অবশ্য তৈমুরই তার প্রিয় নাতি মোহাম্মদ সুলতানের কবরের জন্য তৈরী করেন। সে মাত্র দুই বছর আগে মারা যান। তৈমুর প্রবল শোক পান। পরবর্তীতে শাহরুখ পুত্র বিখ্যাত জৌতিবিদ উলুঘ বেগ এর নির্মান কাজ শেষ করেন।
বিবি খানিম মসজিদ তৈমুরের অত্যান্ত প্রিয় স্ত্রী বিবি খানমের নিজেরই করা। তৈমুর কোণ এক যুদ্ধাভিযানে গেলে তাকে সারপ্রাইজ দেয়ার জন্য বিবি খানিম এটা নির্মান করেন। ছবি গুলো সব নেট থেকে নেয়া।
গুর-এ-আমির
১৯১০ সালে তোলা গুর-এ-আমীর
রাতে গুর-এ-আমির
গুর-এ-আমিরের গম্বুজের ভিতরের দিক।
গুর-এ-আমিরের তোরন
গুর-এ-আমিরের গম্বুজের ভিতরের দিক।
বিবি খানিম মসজিদ
বিবি খানিম মসজিদের তোরন
বিবি খানিম মসজিদের তোরন কাছ থেকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।