আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুতে চিমটা চিমটি ছাড়া আর কি কি থাকলে ভাল হত

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. বেশ কয়েকদিন ধরে ফেবুতে কিছু বন্ধুর পোক (চিমটি) পেতে পেতে মাথায় ১ টা কুবুদ্ধি (!) এসে গেল। ফেবুতে ইচ্ছে মত চিমটি মারা যায়। কোন সমস্যা নেই এতে। তবে আরো কিছু অপশন যদি থাকতো তাহলে হয়তো সুবিধাই হত। আসুন জেনে নেই কি কি অপশন আর কি সেইসব সুবিধা।

১। ঘুষি কাউকে ইচ্ছে করলো ইচ্ছে মত ভাইটামিন (মাইর) দিতে। সামনা সামনি এখন দিতে পারছেন না। আর তাই ঘুষি অপশনটা থাকলে মন্দ হত না। ২।

লাভ কিস এটা পুরো প্রেমিক প্রেমিকাদের জন্য। প্রেমিকের ওয়াল কিংবা প্রেমিকার ওয়ালে ইচ্ছে মত লাভ কিস দেয়া যাবে দেখা না করেও। ৩। কারো হাতে খেতে চাইলে এই অপশনটার সাথে অনেক ভালবাসা আর আবেগ জড়িত। যারা প্রবাসে আছেন তারা মিস করেন পুরোন সেই দিনগুলোর কথা।

মায়ের হাতের রান্না + মায়ের হাতের ভাত খাওয়া। আর তাই মায়েরা ইচ্ছে করলেই এই অপশনটা ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রেমিক কিংবা প্রেমিকারাও এই অপশনটা ব্যবহার করতে পারবেন। ৪। গুডনাইট কিস প্রেমিক প্রেমিকাদের জন্যই এটা করা হোক।

রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখলেন মোবাইলে ব্যালেন্স নাই। আর তাই মোবাইলের বিকল্প হিসেবে ফেবুতেই ৫। বিপ বিপ কোন এক সময় খুব ইচ্ছে করছে কাউকে গালি দিতে। কিন্তু সরাসরি দিতে পারছেন না। সমস্যা নাইক্কা।

ফেবুর মাধ্যমে আপনার ইচ্ছের প্রতিফলন ঘটান। আপাতত এগুলোই মাথায় আছে। বি;দ্রঃ ফেবু কর্তৃপক্ষের কাছে আমার এই আবিষ্কার পাঠিয়ে দিবো ভাবছি। বলা তো যায় না, এমন ও হতে পারে আমার এই আবিষ্কার দেখে হয়তো তারা আমাকে জবের অফার ও করতে পারে। একটি এম১৫৪ ধারা পরিবেশনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.