চলো এগিয়ে যাই ফেইসবুকে কে কখন কার বন্ধু হিসেবে যুক্ত হচ্ছে সেটার কোনও ধরা বাঁধা নিয়ম নেই । অনেকেই কোনও কিছু বিবেচনা না করেই অনেক অজানা মানুষ কে বন্ধু হিসেবে ফেইসবুকে স্থান করে দেয় । এর ফলে কত ভালো বন্ধু নিজের অজান্তেই ঝরে যায় তার কোনও খেয়াল আমাদের থাকে না ।
এই বারের ঘটনাটি ধর্ম নিয়ে -
এক ফেইসবুক বন্ধুর খুব খারাব সময়ের কথা জানতে পেরে মেয়েটি ইনবক্স এর মাধ্যমে কথা বলল । তার একদিন পরেই সেই বন্ধুটির ফাইসবুকে স্ট্যাটাস দেখে মেয়েটি এক লাইনের ছোট্ট একটি কমেন্ট করলো ।
আর সেই কমেন্টে লিখা ছিল "আল্লাহ্" । মেয়েটি লিখেছিল " আপনি কেনও আল্লাহ্ ও তাকে মাফ করবে না। " এখানে মেয়েটি বুঝাতে চেয়েছিল " যে অন্যায় করেছে তাকে সুধু আপনি নয় , আল্লাহ্ ও ক্ষমা করবেন না" ।
হঠাৎ , একজন আদর্শ মুসলিম ভাই এসে কমেন্টের মাধ্যমে মেয়েটিকে বুঝালেন " অমুসলিম হয়ে আল্লাহ্ বলাটা থিক না "( এখানে লেখক মুল কথাটি শুধু লিখেছেন )।
বুঝালেন বললে ভুল হবে অপমান করেছেন হিন্দু শব্দটি কি উল্লেখ করে ।
অবশেষে , মেয়েটি তার বন্ধুকে লিখলেন
" ভাইয়া , আমি হিন্দু হয়ে "আল্লাহ্" নাম আপনার ওয়ালে লিখায় আপনার এক বন্ধু (আঁধারে নির্বাসন) নামে তিনি আমাকে যে ভাবে অপমান করলেন সেটা আপনাদের জন্য লজ্জা জনক । আমি ইসলাম ধর্মকে অনেক সম্মান করি । কিন্তু আপনারা যারা মুসলিম তারা কি চান না আপনাদের ধর্মকে অন্য ধর্মের মানুষরা সম্মান করুক?"
এর থেকে আমরা কি বুঝি ?
ইসলাম কি এগুলো শিক্ষায় ?
আল্লাহ্ শব্দটি কি শুধু মুসলিমদের জন্য বরাদ্দ ?
যে দেশে একজন হিন্দু "আল্লাহ্" বলতে পারে না। সে দেশে কি আশা করা যায় ?
সংখ্যালঘুরা কখনই বাংলাদেশেও বিপদমুক্ত নয় ।
এই হল সেই আদর্শ কুকুরটার লিঙ্ক -
https://www.facebook.com/Shihab.H.Siddique
আমি চেষ্টা করেছিলাম পুরো কনভারসেশনটি তুলে দিতে কিন্তু আমি পারলাম না ।
আমার কিছু ভুলের কারনে সংরক্ষণ করা একটি খন্ড মুছে গিয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।