নষ্ট পথে হাটছি আমি,দগ্ধ হৃদয় নিয়ে। আজকাল কার কিছু পোলাপাইন নিজেরে খুব সেলিব্রেটি ভাবতে শুরু করছে। ২/৪ টা রাজনীতিক মার্কা পোষ্ট ফেবু তে দিয়া নিজেরে খুব হিরো ভাবতাছে। আরে ভাই তোর বোঝা উচিত আমরা বাঙ্গালিরা যা পাই তাই লাইক মারি। এইসব পোলা পাইন প্রথমে যারে পায় তারেই এড মারে।
যার মধ্য বেশির ভাগই তাকে অপরিচিত। আর যখন ১০০+ লাইক পায় তখন শুরু হয় আতলামী।
আমি কি ভাবে এত লাইক পেলাম।
হায় হায় আমারে তো সবাই সেলিব্রেটি বানাইয়া দিল।
আমি তো সেলিব্রেটি হইতে তো চাই নাই।
আমি সেলিব্রেটি না আমি ও আপনাদের মত মানুষ।
আরে ভাই আমি সেলিব্রেটি হইছে তাই বলে ভাব মারি না।
ইত্যাদি ইত্যাদি।
আর একবার যে ১০০+ লাইক কামাইতে পারে তার তো লাইফ তৈরী হয়ে গেছে। যে কোন আবাল মার্কা পোষ্ট হলেও ৫০/৬০ টা লাইক পায়।
এই সব আবাল পোলাপান সেলিব্রেটি হয়ার নামে ধর্ম,রাজনীতি,ব্লগারদের ইজ্জত মারছে।
গাধার বাচ্চাদের মাথায় ঢুকে না যদি তার ফ্রেন্ড হাজার প্লাস হয় তাহলে এর মধ্যে ১০০ টা লাইক পাওয়া তেমন কিছুই না। ।
এইসব আবাল পোলাপান ছাগু থেকে ও ভয়ংকর হয়ে দেখা দিচ্ছে। মুখে দেশ প্রেম এর বুলি আওরাতে আওরাতে ফেনা তুলতেছে কিন্তু মনের মধ্যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখতে পারে না এরা।
।
এদের জন্য এখন সত্যি কারের দেশ প্রেমিককে আর মেকি দেশ প্রেমিককে বুঝা মুশকিল হয়ে গেছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।