আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুতে কয়েকজন বিজ্ঞদের স্ট্যাটাস দেখে ভাল্লাগলো না। ক্যাচাল টাইনেন প্লিজ.......

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। বিশিষ্ট জ্ঞানী গুণীজনরা রেশমাকে উদ্ধারের পর পুনরায় তাদের ধর্মীয় জ্ঞান কপচানো শুরু করছেন যে "রেশমার জীবিত থাকা যদি ঈশ্বরের অসীম ক্ষমতা হয়, তাহলে সহস্রাধিক লোককে বাঁচাতে ব্যর্থ হওয়ায় তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা অন্যায় হবে কেন? " কিংবা "ঈশ্বর রেশমার রক্ষাকর্তা হলে শাহীনার খুনী হবে না কেন?" প্রথমত এই অবস্থায় পুনরায় এই ক্যাচাল আপনাদের মত বিজ্ঞ ব্লগার এবং এক্টিভিস্টদের কাছে আশা করিনি। আপনারা ধর্মে বিশ্বাস করেন না, আপনাদের কেউ জোরও করেন নাই।

টিভি নাই স্ট্রিমিং কইরা দেখছি সামরিক-বেসামরিক সব লোকজন হাত তুইলা আল্লাহর কাছে কানছে রেশমা বাচার জন্য। যে উদ্ধারকারীরা রেশমারে বাচাইছে তারাও হাত তুলছে। আপনারা তাদের বিশ্বাস নিয়েই বারবার এবং বারবার কথা তুলেন। টিভিতে দেখছি শাহীনারে না বাচাইতে পাইরা ওই উদ্ধারকর্মী অসুস্থ হইয়া গেছল। পরে সুস্থ হইয়া যে জায়গায় শাহীনা প্রাণ হারাইছে, সেই জায়গায় সে হাত তুইলা শাহীনার রুহের মাগফেরাতের জন্য দোয়া করছে! আপনারা ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে ঠেকান আপনাদের বিজ্ঞতা।

এমন বিজ্ঞতার জন্য আমরা শাহবাগ আন্দোলনেরও করুণ হাল দেখেছি। প্রথম কয়েকদিন কত স্ট্যাটাস পড়েছি যে অমুক রিকশাওয়ালা ফ্রিতে শাহবাগ নিয়ে গেছে, অমুক চাচা ভিক্ষার টাকা ফান্ডে দান করছে। এগুলা কিন্তু শেষ হইয়া গেছে আস্তিক-নাস্তিক ক্যাচাল শুরুর পরেই। আপনারা শুরু করছেন জামাত-শিবির মজা লুটছে। এখন সময় শ্রমিকদের পাশে থেকে তাদের অধিকারগুলো নিশ্চিত করার জন্য লড়ে যাওয়া।

দোষী মালিকদের শাস্তি নিশ্চিত করার জন্য রাজপথে শ্রমিকদের সাথে থাকা। যাদের নিয়ে কিংবা যাদের জন্য লড়বেন তারা কিন্তু সবাই আস্তিক। আপনি নাস্তিক, আমরা আস্তিক। এই বিষয়টা মেনে না নিয়ে আপনারা হুদাই বারবার একই প্যাচাল শুরু করেন যে কোন ইস্যূতে। যতদূর জানি, নাস্তিকতা প্রচারের জন্য নয়।

নিজে থেকেই উপলব্ধি কইরা নাকি মানুষজন নাস্তিক হয়! তাইলে আপনি নাস্তিক, কি কারণে নাস্তিক এইডা প্রচার না করলেও তো হয়! হেফাজত-জামাতদের সাথে নিজেদের এক কাতারে ফেলবেন না। যে কোন ইস্যূতে ধর্ম ঢুকাবেন না। বিজ্ঞদের প্রতি অনুরোধ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.