যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
ভারতের সাবেক রেলমন্ত্রী পবন কুমার বনশালের ফেসবুক পাতায় একদিনে লাইক বেড়েছে ১০ হাজারেরও বেশি। এ নিয়ে চিন্তায় পড়ে গেছেন বনশাল। তিনি মনে করছেন, কোনো অসৎ উদ্দেশ্যেই ইচ্ছে করে এমন ঘটিয়েছে কেউ। এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে নালিশও করে দিয়েছেন তিনি।
১০ হাজার নতুন লাইকের আগে সাবেক মন্ত্রীর ফেসবুক লাইক সংখ্যা ছিলো ৫১ হাজার ৬০০টি।
পরে একদিনে তা বেড়ে হয়ে যায় ৬২ হাজার ৫০০টি।
বিষয়টি আতঙ্কিত করে তুলেছে সাবেক মন্ত্রীকে। তিনি মনে করেন, একদিনে ১০ থেকে ২০টি লাইক বা খুব বেশি হলে ১০০টি লাইক হতে পারে। একদিনে ১০ হাজার লাইক অস্বাভাবিক এবং সন্দেহজনক।
পরে পুলিশের তদন্তে জানা যায় বেশির ভাগ লাইক-ই পড়েছে তুরস্কের ইস্তাম্বুল থেকে।
সুত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।