আমি ভাই সোজা রাস্তায় হেঁটে যাই...... • দিন নাই রাত নাই.....জানু আমি তোমারে ভালোবাসি... তোমারে ছাড়া আমার জীবন কুয়ার লাহান আন্ধার... তুমি আমার ভাঙ্গা গাড়ির সিরাম হ্যান্ডেল... তুমি আমার আকাশ থেইকা পড়া কাওয়ার এক সিলিম মল...... এরকম লুথা আলাপ আড়ালে করো... পুরা দুনিয়ার মাইনষেরে হাজির কইরা তোমার লোক দেখানো ভালোবাসা জাহির করতে হইবো না... ভালোবাসলে নিয়ত ঠিক রাইখা ভালোবাসো... ওকে তাইলে (Ok Taile)
• “আমার মনটা আইজকা খারাপ”... “ধুর এমন পেইন লাগে কেন”......“আর পারতাছি না”...... “মইরা গেলেও ভালো ছিলো”...... “ভাবতেও খারাপ লাগতেছে”- এরকম আধমরা জাতের স্ট্যাটাস দিয়া ফেবু থেইকা হঠাৎ উধাও হইয়া যাওয়া বাদ দাও ভায়া... তোমার লুথা স্ট্যাটাসে তোমার জিগরি বন্ধুরা কারণ জিগাইলে যে আজাইরা ভাব মিশ্রিত উত্তর দাও তার লাইগা তোমার দাম কোনো অংশেই বাড়বে না... সাধারণ বুদ্ধিমত্তা থাকলে আর ইরাম কাম কইরো না ভায়া... ওকে তাইলে
• পুরান ঢাকার মানুষরা শুধু কাজ কারবারে না কথায় অনেক মজার
প্রমান দেখুন
(পুরান ঢাকাইয়ারা কথায় কথায় হালা মানে শালা বলে)
মা তার দুই ছেলেকে নিয়ে বাজারে গেছে, মা এটা দেখে সেটা দেখে কিন্তু কিছু কিনছে না...
ছোট ছেলে - মা হালারে নিয়া বাজারে আইলেই হালার ঝামেলা, হালায় এইডা দেহে হেইডা দেহে মাগার কিছুই হালায় কিনেনা।
বড় ছেলে - ধুর হালার ঘরের হালা মায়েরে কেউ হালা কয়? হালায় মুরুব্বী না?
মা - হালার এমুন পোলা জন্ম দিলাম কুন আদব লেহাজ নাইক্কা, তোগো বাপে হালায় আইজকা আসুক বিচার দিয়া সবহালার পিঠের চামড়া খোয়ামু.....
Part 2
মরণের পরে দুই বন্ধুর দেখা...
১ম - আবে হালায় তুইও মরছস!কামনে?
২য় - ঠান্ডায় জইমা...! তুই?
১ম - টাস্কি খাইয়া...?
২য় - বুঝলামনা... খুইলা ক'...
১ম - আর হালায় কইছনা, তুই তো জানছ আমার বউরে আমি ছন্দেহ করতাম... একদিন হালায় দোকান থিকা জলদি জলদি বাইত গেছি, বাইরে খাড়াইয়া ছুনি ভিত্রে কথা বারতা... বাড়ির পিছনে গিয়া, পাইপ বাইয়া, ব্যালকনী দিয়া উইঠা দেহি হালির বেডি পেপার পড়তাছে... এমুন টাস্কি খাইলাম এক্কেবারে হারট ফেইল... তোর কেইসটা কি...
২য় - হালার ঘরের হালা তুই যদি তোর ডীপ ফ্রীজটা খুলতি... তুইও বাচতি হালায় আমিও বাচতাম...
ওকে তাইলে (Ok Taile)
• ছবি মানুষের জীবনের সব সত্য গুলোকে তুলে ধরে...... :-)
আর অ্যাডোব ফটোশপ কি তুলে ধরে ভায়া???
'' ''
'' ''
'' ''
“”
“”
সব মিথ্যে গুলোকে
ওকে তাইলে (Ok Taile)
• এই পোস্টটা শুধুমাত্র অতিমাত্রায় ভাব
ধরা ওভারস্মার্ট
মেয়েদেরকে ডেডিকেটকরা হলো .....
.
.
.
.
হে ভাবকুমারী , সব ছেলেরাই তোমার
পিছে পিছে ঘুরে আর তোমাকে চায়
এটা নিয়ে এতো গর্ব করার কিছু নেই..!
মনে রাখা ভালো সস্তা প্রোডাক্টের
কাস্টোমার বেশী...!
মুহাহাহহাহাহা.......
ওকে তাইলে
• হাবলু একদিন সকালে হাঁটতে বের হইলো। কিছুদূর যাবার পর হাবলু দেখলো এক লোক একটা টিয়া পাখি নিয়া বইসা আছে। হাবলু টিয়া পাখিটার কাছে যাবার সাথে সাথেই টিয়া পাখিটা বলে উঠল-“লাল টুকটুকে লাল টুকটুকে”। হাবলু তো পুরা চিন্তায় পইড়া গেলো।
“কাম সারছে আজকে না আমি লাল জাঙ্গিয়া পইড়া আসলাম। শালার পাখিটা জানলো কেমনে!!!??”
হাবলু পরের দিন পাখিটার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য কালো একটা জাঙ্গিয়া পইড়া পাখিটার সামনে গেলো। এবারও পাখিটা দেইখা সাথে সাথে বইলা দিলো-“কালো কুচকুচে কালো কুচকুচে”।
টানা দুইদিন পাখিটার কাছে মান-ইজ্জত হারানোর পর হাবলু চিন্তা করলো এইবার সে পাখিটারে শায়েস্তা করবেই। হাবলু তাই পরের দিন প্যান্টের নিচে কোনো জাঙ্গিয়া না পইড়াই চইলা গেলো পাখিটার সামনে।
এইবার পাখিটা ওরে দেইখা একটানা ঝাড়তে লাগলো “OVER CONFIDENCE OVER CONFIDENCE OVER CONFIDENCE”...... ...ওকে তাইলে (Ok Taile)
• What is a birthday?
বার্থডে মানে হইলো মৃত্যুর দিকে ১ ধাপ এগিয়ে যাওয়া( সাধারণত) ।
এমন সিরিয়াস একটা দিনে আবার কিসের কেক কাটা, কিসের পার্টি
হায় হায়, নো পার্টি, নো হাঙ্কি পাংকি....লুল। একমত হলে লাইকাউ
ওকে তাইলে (Ok Taile)?
• তুমি প্রেম করো ভালো কথা.....তোমার
bf/gf এর সাথে কয়েকদিনের জন্য
দুর্ভাগ্যবশতঃ যোগাযোগ বিচ্ছিন্ন
হইলো.... এই সুযোগে দুনিয়ার বাকি পোলা/
মাইয়ার লগে flirting/stalking
ভুলেও করতে যাইও না ভায়া.....
ধরা খাইলে থাবড়ের চোটে চেহারার
geography পরিবর্তন হইয়া যাইব....
নিয়ত ঠিক রাইখা প্রেম করো,
ফায়দা হবে..... ওকে তাইলে
• পয়লা বৈশাখে খাও পান্তা-ইলিশ আর
31st নাইটে পান/drink করবা ইংলিশ
এমন হইলে চলবে না ভায়া......
সীসা,গাঞ্জা,ইয়াবা খাইয়া টাল
না হইয়া দুধ কলা খাও,কামে দিব। আর
ওইদিন যদি ভুলেও কোনো আকাম-কুকাম
করো তাইলে পাবলিক-RAB এর ডান্ডির
বাড়ি থেইকা নিজের পাছাটারে বাঁচানোর
কথা কিন্তু ভুইলা যাইও
না.....ওকে তাইলে
• হাবলু'র বউ হাবলুকেঃ তুমি আমাকে একদম-ই ভালবাস না! :@
.
.
.
.
.
.
হাবলু তার ৫ বাচ্চাকে দেখিয়ে,"তাইলে এইগুলারে কি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নামাইছি???"...... ওকে তাইলে (Ok Taile)
• ইভ-টিজিং, এডাম-টিজিং বা Stalking যা কিছুই করনা কেন ভ্যা... মনে রাইখো আল্লাহর দেয়া জীবন একটাই... পাবলিকের গণ খাইয়া নিজের সুন্দর দেহের তেরোটা বাজার আগেই এসব বন্ধ কইরা দাও... নাইলে তোমার অসময়ের জানাজা পড়ার লোকের অভাব থাকবে না... ওকে তাইলে ভ্যা
* “দোস্ত... পাতিগার্ড দেখছস”... “দোস্ত খা-ওয়ান এখনও দেখস নাই”... “দোস্ত মিশন আদা-জল খাইয়া পসিবল” মিস করস কেমনে... “কালকে লুথা প্লাসে কুতরিয়া কাইফের নাইচটা না দেইখা চরম ভুল করছস”... “দোস্ত শার্মিনেটর যে দেখে নাই তার আর মুভি দেখাই উচিত না”... “দোস্ত এমন সোজা গেইমটা তোর খেলতে এতদিন লাগলো কেমনে, আমি তো এক বসায় সব শেষ কইরা উঠছি”---- এমন বা** আলাপ তুমি যখন তোমার জিগরি দোস্তের লগে করো তখন মনে কইরো না তোমার এমন আজাইরা জিনিসের অভিজ্ঞতার কথা শুইনা আশেপাশের লোকজন তোমারে খুব শেয়ানা ভাবে। তুমি একলাই আলতা ইসমার্ট আর বাকি সবাই ক্ষেত, গেরাইম্মা এমন চিন্তা তোমার মাথায় থাকলে এখনই মাথা থেইকা এসব ঝাইড়া ফালাইয়া দাও... মানুষরে সম্মান করলে নিজে সম্মান পাইবা---ওকে তাইলে
* টাট্টিখানার আয়নার সামনে... বাংলা/ইংলিশ কমোডের উপরে বইয়া ৬৪ দাঁত বাহির কইরা নিজের so called ডিজিটাল ক্যামেরা দিয়া ছবি তুইলা সেগুলি নিজের হার্ডডিস্কেই ভইরা রাইখো... সেই ভয়ানক ছবি ফেবুতে আপলোড কইরা আমাদের আম জনতার মনে আতঙ্ক সৃষ্টির আজাইরা দায়িত্ব তোমারে কেউ দেয় নাই ভায়া।
ফুতুশপের কথা আর নাই-ই বললাম ভায়া... ওকে তাইলে
*প্রেম করতে গিয়া বাঁশমারা গীত শুনলা মানে সিরাম ছেকা খাইলা... এই দুঃখে Pathetic Looser এর লাহান নিজের রুম/টাট্টিখানার দরজা লাগাইয়া আত্মহত্যা বা নিজের শরীরের রগ কাটার মতো লুথা/ফালতু চিন্তা ভুলেও করতে যাইয়ো না ভায়া। তোমার জীবনের সাথে জড়িত সবার কথা একবারের জন্য হইলেও চিন্তা কইরো। আর এরকম ভালোবাসা বাপ-মায়ের জন্য দেখাইলে দুই জীবনেই শান্তি পাইবা ভায়া... ওকে তাইলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।