আমাদের কথা খুঁজে নিন

   

"সব কিছুর উর্দ্ধে আমি তোমায় ভালোবাসি"

শান্ত আমি যখন বলতাম? সব কিছুর উর্দ্ধে আমি তোমায় ভালোবাসি! তুমি কখনই বিশ্বাস করনি। বলতে ও সব আমার মন ভোলানো, বানানো কথা। তোমার বিশ্বাস না করাটা সাভাভিক ছিল। কারন আমি সারাদিন কাজেই ডুবে থাকতাম। আসলে কাজ করার শক্তিটুকু আমি তোমার ভালোবাসা থেকেই পেতাম।

আর আমি জানতাম তুমি আমার আছো। তবে আজ দেখ! সারাদিন বাসায় ছিলাম। কথাও যাইনি, কোন কাজও করিনি। কারন আজ কেন জানি মনে হচ্ছে তুমি আর আমার নেই। তবে আজ একটা ব্যাপার খুব ভাল লাগচ্ছে, তা হল "সব কিছুর উর্দ্ধে আমি তোমায় ভালোবাসি"।

শুধু তোমায়। তুমি ছাড়া............ রাত আর দিন সমান হয়ে যায়, তুমি ছাড়া............ কবিতাগুল ছন্দ হারায়। তুমি ছাড়া............মরা নদী জেগে উঠতে চায়, তুমি ছাড়া............ ফুলগুলো সব সুবাস হারায়। তুমি ছিলে তাই, অলস আমি ছুটেছি তেপান্তর। তুমি ছিলে তাই, পাগল আমি হইনি দেশান্তর।

কতনা কথা বলেছি মোরা, একটু নিচু স্বরে। কতনা ভয় পেয়েছি মোরা, ওই বকুল গাছে তলে। আবার আমি গান গাইব বেসুরো গলায়। তুমি আবার আসবে ফিরে, আমি সপ্ন দেখে যাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.