নিজকে আজও আবিষ্কার করতে পারিনি। কেউ কেউ একে ২০১৩ এর মুক্তিযুদ্ধ বলছে। আর তাদের কেউ যদি এই লেখা পড়েন তারা আমাকে ২০১৩ এর রাজাকার বলে ক্ষেত করবেন কোন সন্দেহ নেই। তাতে আমার কোন দুঃখও নেই। কারণ আমি কি তা আমাকে আপনার থেকে শুনে বিশ্বাস করতে হবে না।
আপনাদের বিবেক না থাকেতে পারে কিন্তু আমার বিবেক আছে। আর আমার বিবেকই আমাকে বলে দিবে আমি কি। আমাদের দেশের রাজাকারের পরিসংখ্যানটা আমার ঠিক ভালভাবে জানা নেই। তবে যাদের নাম আলোচনায় এসেছে তাদের সংখ্যা হাতে গুণা ১০ জনের বেশি হবে না। আর এই ১০ জনের বিচারের দাবীতে ১৬ কোটি মানুষের দেশে আজ যেই অরাজগতা দেখতে পারছি তাতে মনে হচ্ছে আমাদের পুরু জাতি একটা মস্তিষ্ক বিহীন জাতি।
সাথে সাথে এই কথা ও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই মাটিতেই শেখ মুজিব, মাওলানা ভাষানি, ফজলুল হক এবং সোহরাওয়ার্দির মত সূর্য সন্তানেরা জন্মেছিল। আর দশজন মানুষের মত আমিও রাজাকারের বিচার চাই। তবে দশজনের চাওয়ার সাথে আমার চাওয়ার একটু পার্থক্য আছে। অন্য দশজন শুধু রাজাকারের বিচার চান আমি সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার বলতে আমি যা বুজি তা অত্যন্তই সরল।
যেখানে দলীয় কোন্দল থাকবে না, ধর্মীয় বিদ্বেষ থাকবে না আর মানবতা লঙ্ঘনের বিচারের মাধ্যমে মানবতার অবমাননা হওয়ার কোন সম্ভাবনা থাকবেনা। বিচারের হবে দেশের প্রতি গভীর প্রেম থেকে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা বোধ থেকে, গন মানুষের আবেগের প্রতি সহমর্মিতা থেকে আর ৭১ এ সম্ভ্রম হারা প্রতিটি বোনের প্রতি সম্মান থেকে। কিন্তু দুঃখের বিষয় দল-প্রেম গিলে ফেলেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধাদের কথা না হয় নাই বললাম মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা তুলা থাকে ১৬ই ডিসেম্বরের জন্য, গন মানুষের আবার আবেগ তার প্রতিও আবার সহমর্মিতা অনেকে হয়ত এই কথা শুনে রীতিমত হেঁসে গড়াগড়ি খাবেন, আর মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারা বোনের সম্মানের কথা কাদের বলছি, যারা সম্ভ্রম হারা বোনের উপর নির্যাতনের কথা চটি আকারে ব্লগে ব্লগে লিখে বেড়ায়। আমরা প্রায় সকলেই জানি ৭১ এ আমাদের মা বোনের উপর পাকিস্তানী হানাদারদের অত্যাচারের কথা। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই প্রজন্মের কিছু ব্লগার পাঠকের মনোরঞ্জন করার নেশায় এতই ব্যস্ত যে তাদের বর্ণনারিতী থেকে শুরু করে শব্দ চয়ন এমনকি উপস্থাপন পর্যন্ত শুধু আপত্তিকরই নয় আমার সম্ভ্রম হারা বোনের জন্য লজ্জার এবং ৭১ এ সম্ভ্রম হারানোর চেয়েও অধিক পীড়াদায়ক।
৭১ এ আমার বোন সম্ভ্রম হারিয়েছে, ব্যথিত হওয়ার জন্য এতটুকু জানাই কি আমাদের জন্য যথেষ্ট নয়? আমাদের ব্যথিত করার জন্য আমার বোন কীভাবে সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানী হানাদার বাহিনীর ঘরে প্রবেশ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ চটি আকারে ব্লগে ব্লগে লিখে বেড়াতে আপনাদের একটুও লজ্জা করে না। আর এই জাতি চায় যুদ্ধাপরাধীদের বিচার। মাঝে মাঝে বড় হাস্যকর মনে হয়। আমরা কেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে পুরু জাতি এক হতে পারছিনা। তার পিছনে একটাই কারণ আর তা হল জাতি হিসাবে যেমন আমরা কখনই নিরপেক্ষ না তেমনি বিচারক হিসেবেও আমরা কোন অবস্থাতেই ন্যায়পরায়ণ না।
আর যদি তাই না হত তবে এই যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে আমার দেশে প্রতিদিন ১৫ থেকে ২০ জনকে প্রাণ দিতে হত না। আর যারা একে ২০১৩ সালের মুক্তিযুদ্ধ বলে ঘোষণা করেন তাদের উদ্দেশ্যে বলছি কেন আজ আমাদের এই যুদ্ধে অবতীর্ণ হতে হল তা কি একবার ভেবে দেখেছেন। কারা আমাদের এই যুদ্ধে নামিয়েছে, এই যুদ্ধ কতটা যুক্তিযুক্ত বিবেককে একবারও কি প্রশ্ন করেছেন। যেইখানে গন মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের সেইখানে পুলিশ গুলি করে রাজপথে মানুষ মাড়ছেন। কোন সভ্য দেশে তা সম্ভব বলে আমার কখনও মনে হয় না।
আমি ভুলেই গিয়েছিলাম যে আমরা জাতি হিসেবে সভ্য না। সুতরাং আমাদের দেশে তা সম্ভব। সভ্যতার ছোঁয়া কি আমাদের কোনদিনই লাগবেনা। আপনারা কয়জন যুদ্ধাপরাধীর ফাঁশি দিবেন? এই পর্যন্ত আমার জানা মতে ৭০ থেকে ৮০ জন মানুষ মারা হয়েছে। ওর কারা? ওরা আপনার আমারই ভাই, বন্ধু।
১৬ কোটি মানুষের জীবন রুদ্ধ করে রেখেছেন। এই ১৬ কোটি মানুষের মাজে কেউ একজন কি এমন আছে বলে আপনাদের মনে হয় না যে একদিন কাজে না গেলে চুলোয় ভাত চড়বে না, ছোটছোট ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।