আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের জয়কে সেলিব্রেট করুন, ব্যবহার নয়

ভাম বিড়াল হয়ে জন্মেছি এটা আমার গৌরব, মানুষ হলেই জীবনটা খাওয়া, শোয়া, (এবং আরও কিছু গোপনীয় বিষয়) এর মধ্যেই সীমাবদ্ধ থাকত, কিন্তু ভাম বিড়াল হয়ে জন্মানোয় আমার জীবন মানুষের থেকে অনেক বিস্তৃত, অনেক ব্যাপক, মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেফ না হওয়ার দু:খে আর প্রথম ব্লগে কমেন্ট না পেয়ে চলে গেছিলাম। ম্যালাদিন পর সামুতে রিটার্ন করলাম। ব্লগিং জিনিসটাই ভুলে গেছি প্রায়। অল্প কথায় গুছিয়ে বলতে চেষ্টা করছি।

ভারতের বিরূদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক জয় হল বাংলার দামাল ছেলেদের জয়, বাংলার মানুষের জয়, টাইগারদের জয়। এ জয় তারিয়ে তারিয়ে উপভোগ করার মত জয়। কিন্তু অনুগ্রহ করে কেউ অতিরিক্ত উল্লসিত হয়ে ভারত বা ভারতীয়দের অশ্লীল গালাগালি করে বসবেন না। এতে এই জয় কলুষিত হবে। আরও একটা কথা, অনুগ্রহ করে কেউ দেশীয় রাজনীতির সাথে ক্রিকেটকে জড়াবেন না।

আজই দেখছিলাম একজন ব্লগার এই জয়ের জন্য হাসিনা ম্যাডামকে ধন্যবাদ জানাতে বলছেন, দু:খের ব্যাপার। এই জয় বাংলাদেশী ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে, কিন্তু কেউ যদি একে রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশ মেটানোর উদ্দেশ্যে ব্যবহার না করে সেদিকেও নজর রাখতে হবে। অভিনন্দন রইল টাইগারদের প্রতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।