রাশেদুর রহমান
১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ওয়ানডে অভিষেক। এরপর কেটে গেছে দীর্ঘ ২৭ বছর। শুরুর একযুগে জয় শব্দটা বহু আরাধ্য ছিল টাইগারদের। কেননা ক্রিকেট তখনো বাংলাদেশে আধো-পরিচিত এক খেলা। এরই মধ্যে ১৯৯৮ সালের মে মাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় টাইগাররা।
কোকাকোলা ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল আকরাম খানের বাংলাদেশ। ২৭ বছর আগে ওয়ানডে ক্রিকেটে যাত্রা করা দলটি এক যুগ পর প্রথম জয়ের দেখা পেয়েছিল হায়দরাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে। ততদিনে তারা খেলে ফেলেছিল ২৩টি আন্তর্জাতিক ম্যাচ! বাংলাদেশের ক্রিকেট প্রথম এক যুগে জয় পেয়েছিল মাত্র একটি। কিন্তু পরবর্তী এক যুগে তারা বিশ্বকে চমক উপহার দেয়। জয় তুলে নেয় ৬৩টি! এই যুগেই টাইগাররা ক্রিকেটের সবগুলো পরাশক্তিকে পরাজয়ের স্বাদ উপহার দেয়।
বাংলাদেশের ক্রিকেট এখন তৃতীয় যুগের পথ পাড়ি দিচ্ছে। নিঃসন্দেহে এই যুগটা হবে অতীতের চেয়ে আরও বেশি আকর্ষণীয়। এর প্রমাণ তো এরই মধ্যে দিতে শুরু করেছে মুশফিক বাহিনী। গত বছরের মার্চ মাসে এশিয়া কাপের ফাইনাল খেলা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মতো দলগুলোকে নিয়মিত হারানো, এসব তো কেবল শুরু। এই যুগের মধ্য ভাগ আসার আগে বাংলাদেশ বিশ্বসেরা দলে পরিণত হলেও তো অবাক হওয়ার কিছু থাকবে না।
গত ২৭ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ২৮২টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৫৯ ম্যাচে ৩১ জয় এবং ২৮ পরাজয়। এর পরই আছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যন্ড।
এ দুই দলের বিপক্ষেই টাইগাররা ৭টি করে জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আছে চারটি জয়। ভারতের বিপক্ষে ৩টি, ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে ম্যাচ জয় করেছে বাংলাদেশ। নন-টেস্ট প্লেয়িং দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ৮টি জয় রয়েছে কেনিয়ার বিপক্ষে। এ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ৫টি, স্কটল্যান্ডের বিপক্ষে ৩টি, বারমুডার বিপক্ষে দুটি এবং কানাডা, হংকং, নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে টাইগাররা।
বাংলাদেশের জয়যাত্রা ছুটে চলেছে। এই ছুটে চলার চূড়ান্ত লক্ষ্য যে বিশ্বকাপ জয় করা, এতে কোনো সন্দেহ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মুশফিকদের টানা দ্বিতীয় জয় বর্তমান বাংলাদেশ ক্রিকেটের সফলতার একটা উদাহরণ মাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।