সিরিজ জয়ের আগে কেউ কি ভেবেছিলেন, বাংলাদেশ সফরে এসে এতটা লজ্জায় পড়বেন
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা? সিরিজ জয়ের স্বাদ এর আগেও কয়েকবার পেয়েছে
বাংলাদেশ। তবে বড় দলগুলোর মধ্যে কৃতিত্ব ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই
কৃতিত্ব ছাপিয়ে মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব
দেখিয়েছে টাইগাররা, তা-ও আবার এক ম্যাচ বাকি থাকতেই! আগামী রোববার পাঁচ ম্যাচ
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হবে
ডেনিয়েল ভেট্টোরির দলকে।
ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। অধিনায়কের ১০৬
রানের ওপর ভর করে ২৪১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। পাল্টা সেঞ্চুরি করেছেন
নিউজিল্যান্ডের উইলিয়ামসন, কিন্তু দলের হার ঠেকাতে পারেননি। বাংলাদেশের
বোলারদের তোপের মুখে পড়ে ২৩২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। চতুর্থ ম্যাচে
বাংলাদেশের ৯ রানের জয়, সঙ্গে সিরিজও!
সৌজন্যঃপ্রথম আলো
১৪/১০/২০১০ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।