আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের জয়

আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল জয় নিয়ে বাংলাদেশ শুরু করেছে তাদের টি-২০ বিশ্বকাপের মিশন। ৯ উইকেটের এক বিশাল জয় পেয়েছে টাইগাররা বিশ্বকাপের প্রথম ধাপের প্রথম খেলায়। এশিয়া কাপ ক্রিকেটে যে আফগানিস্তান বাংলাদেশকে অপ্রত্যাশিতভাবে ৩২ রানের ব্যবধানে হারিয়েছিল, টি-২০ বিশ্বকাপে তারা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগই পায়নি। মাত্র ৭২ রানে আফগানদের ইনিংসের সমাপ্তি ঘটে। ১৮ ওভারের প্রথম বলেই তারা আউট হয়ে যায়।

বাংলাদেশের টি-২০ ইতিহাসে এটি হলো সবচেয়ে বড় ব্যবধানের জয়। আফগানরাও এর আগে কখনো এত বড় পরাজয়ের মুখে পড়েনি। এর আগে টি-২০ তে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ৮০। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা এত কম রানের স্কোর গড়ে তুলেছিল। ক্রিকেটকে বলা হয় চরম অনিশ্চয়তার খেলা।

অনিশ্চয়তাই এ খেলার আসল সৌন্দর্য। টেস্ট পরিবারভুক্ত বাংলাদেশের সঙ্গে আফগানদের পার্থক্য বেশ ব্যাপক। কিন্তু ক্রিকেটের ভাগ্য নির্ধারিত হয় নির্দিষ্ট দিনে কোনো দলের ভালো খেলা না খেলার ওপর। টি-২০ বিশ্বকাপের প্রথম খেলায় টাইগাররা কাবলিওয়ালাদের কোনো সুযোগ না দেওয়ার পণ করেছিল। বল ও ব্যাট হাতে তার সফল বাস্তবায়নও তারা দেখিয়েছে।

এ জয়ে টাইগাররা তাদের আত্মবিশ্বাস ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। টি-২০ বিশ্বকাপে টানা ১০ খেলায় পরাজয়ের পর এই প্রথম জয় পেল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও বাংলাদেশকে এবারের বিশ্বকাপে খেলতে হচ্ছে বাছাই পর্বে। টেস্টবহির্ভূত তিনটি দলের সঙ্গে খেলে শীর্ষ স্থান দখল করতে পারলে চূড়ান্ত পর্যায়ে তারা খেলার সুযোগ পাবে। এ তিন দলের মধ্যে আফগানিস্তান সব চেয়ে শক্তিশালী।

এশিয়া কাপে তারা বাংলাদেশকে হারিয়ে দারুণ শক্তিমত্তার প্রমাণ দেয়। রবিবারের খেলায় তাদের পর্যুদস্ত করে টাইগাররা প্রমাণ রেখেছে যোগ্য দল হিসেবেই তারা চূড়ান্ত রাউন্ডে উত্তীর্ণ হবে। নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলা বাকি থাকলেও তাদের হারাতে টাইগারদের খুব একটা ঘাম ঝরাতে হবে না এমনটি আশা করা যায়। টি-২০ বিশ্বকাপ মিশনে প্রথম বাধা সফলভাবে অতিক্রমের জন্য আমরা টাইগারদের অভিনন্দন জানাই। আশা রাখতে চাই জয়ের এই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখার কৃতিত্ব দেখাবেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।