শিশুতোষ যে কোন রচনা। একটি স্কুলে একজন শিক্ষক ছিলেন বুদ্ধ সন্ন্যাসী। ক্লাসে সবসময় তিনি কিছু স্ন্যাকস খেতেন। তার পরপরই তিনি ঘুমিয়ে পড়তেন। ক্লাস শুরুর আগে তিনি খেতেন এবং বেল পড়ার সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতেন।
গ্রামের একজন গরীব ছাত্র ওই স্কুলের ছাত্র ছিলো। তার নাম ছিলো লী। একদিন লী তার সন্ন্যাসী শিক্ষককে জিজ্ঞেস করলো,
স্যার, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি?
- হ্যাঁ করো।
- আপনি সারাটা ক্লাস ঘুমিয়ে থাকেন কেন?
- ওহে বৎস, দেখে মনে হতে পারি আমি ঘুমিয়ে থাকি। কিন্তু ওই সময়টাতে আমি মহান বুদ্ধেও সাথে কথা বলি।
এবং তাঁর মূল্যবান কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। তাই যত বেশী পারা যায় আমি ঘুমের ভিতর নিমগ্ন থাকি।
লীর বাবা একসময় খুব অসুস্থ্য হয়ে পড়লেন। সে রাত জেগে তার বাবার সেবা করলো। এবং পরদিন স্কুলে গিয়ে তার খুব ঘুম পেলো।
সে গভীরভাবে ঘুমালো। বেলের শব্দে তার সন্ন্যাসী শিক্ষকের ঘুম ভাঙলো। সন্ন্যাসী দেখলেন লী তখনো ঘুমিয়ে আছে। সন্ন্যাসী খুব রেগে গেলেন।
- কত্ত বড় সাহস তোর আমার ক্লাসে ঘুমাস!
- স্যার,মনে হতে পাওে আমি ঘুমাচ্ছিলাম।
কিন্তু আসলে আমি বুদ্ধের সাথে ছিলাম। তার জ্ঞানবাক্য শুনছিলাম।
- সর্বশক্তিমান বুদ্ধ তোকে কী বললেন?
- বুদ্ধ আমাকে বলেছেন “তোমার সন্ন্যাসী শিক্ষককে আমি জীবনেও দেখি নাই। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।