১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'নেটপ্যাক অ্যাওয়ার্ডে' ভূষিত হলো মোস্তফা সরয়ার ফারুকীর 'টেলিভিশন' ছবিটি। এবারের নেটপ্যাক পুরস্কারের জন্য নির্ধারিত ছিল এশিয়ার ৯টি ছবি। এর মধ্যে 'টেলিভিশন'কেই বেছে নেয় চলচ্চিত্র উৎসব কমিটি। গতকাল ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। এ উপলক্ষে কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠানের আসর। সেখানেই 'টেলিভিশন'-এর পক্ষ থেকে পুরস্কার নেন ছবিটির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং প্রযোজক ফরিদুর রেজা সাগর। এ পুরস্কারে ভূষিত হয়ে অভিনেত্রী তিশা জানান, 'খুবই ভালো লাগছে, পরিচালক নিজে আসতে পারলে তিনিও খুশি হতেন'। অন্যদিকে নেটপ্যাক অ্যাওয়ার্ডে টেলিভিশনকে বেছে নেওয়ার জন্য কলকাতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক ফরিদুর রেজা সাগর।
এদিন সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পঞ্চকন্যা অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়, রানী মুখার্জি, বিপাশা বসু, সুস্মিতা সেন ও কোয়েল মলি্লককে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।