...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা,
যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...
টিভি চ্যানেল গুলোতে ইদানিং একটা অ্যাড খুব বেশি দিচ্ছে। প্রথমে মিশরের পিরামিড তারপর ভারতের তাজমহল,মালয়িশয়ার পেট্রোনাস টুইন টাওয়ার দেখিয়ে শেষে আসে যমুনা ফিউচার পার্ক যেটা নাকি এশিয়ার বৃহত্তম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম শিপং কমপ্লেক্স। যেটা নাকি মিশরের পিরামিড,তাজমহল বা পেট্রোনাস টুইন টাওয়ারের মতই বিশ্বয়কর! যার জন্য আমাদের গর্বিত হওয়া উচিৎ।এটা একটা আই.টি পার্ক বা বড় কোন শিল্প কারখানা হলেও হতো।এশিয়ার বৃহত্তম না, দেশের বৃহত্তম একটা আই.টি ভিলেজ বা শিল্প কারখানা পেলেই আমরা গর্বিত হতাম।সেখানে মার্কেট গড়ে গর্বিত হওয়ার কি আছে আমি বুঝি না। এটা কোন জাতের বিনিয়োগ? এতো সহজেই গর্বিত হওয়া যায়?
বি.দ্র. আমি ভাবছি গ্রামে গিয়ে একটা বিশাল গর্ত খুরবো, তারপর ঘোষনা দেব, এইটা এশিয়ার বৃহত্তম গর্ত।দেখি গর্বিত হওয়া যায় কিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।