আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ার সবচেয়ে আবেদনময়ী নারী!

সবুজ লালের চেতনায়.. এশিয়ার সবেচেয়ে আবেদনময়ী নারী কারিনা কাপুর। এক জরিপ থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। ইস্টার্ন আই নামের একটি সাপ্তাহিক পত্রিকা এই জরিপ চালায়। জরিপটি চালানো হয় টুইটারের মতো সোস্যাল নেটওয়ার্কে। গত বছর এশিয়ার সবচেয়ে আবেদেনময়ী নারী ছিলেন ক্যাটরিনা কাইফ।

কারিনা সম্প্রতি বডিগার্ড ও রা ওয়ান’র মতো দুটি ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন। এটি তাকে শীর্ষে ওঠানোতে সাহায্য করেছে। ক্যাটরিনা গত তিন বছর ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। এবার তিনি দু’নম্বরে নেমে গেছেন। ইস্টার্ন আই’র সম্পাদক আসজাদ নাজির বলেন, “এই জরিপে প্রতিযোগী ছিলেন টিভি ব্যক্তিত্ব, মডেল, চলচ্চিত্র তারকারা।

মজার ব্যাপার হলো, ঋত্বিক রোশানের স্ত্রী সুজানাকেও অনেকে ভোট দিয়েছেন। তিনি এই প্রথম শীর্ষ ১৬-তে আসলেন। অন্য নায়িকাদের অবস্থান প্রিয়াংকা চোপড়া (৩), বিপাশা বসু (৪), ফ্রিডা পিন্টো (৫), দীপিকা পাদুকান (৭), জ্যাকুলিন ফার্নান্দেজ (১২), নারগিস ফকরি(২৩) এবং সোনাক্ষী সিনহা (৩৪)। নতুন মা হওয়া ঐশ্বিরিয়া আছেন ছয় নম্বরে। এই তালিকায় সোনম কাপুর আছেন নয়-এ, লারা দত্ত (১৫) এবং মালাইকা অরোরা খান আছেন ১৯তম অবস্থানে।

সূত্র: পিটিআই  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.