আমাদের কথা খুঁজে নিন

   

কানামাছি

আমার লেখা পড়ে.................. আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচিত তারা বা মেঘরে সাথে কথা হয় প্রতিরাতে একলা একা যেমন একলা একা স্রষ্টা,নারিকেল পাতা,টুকরো কাগজ শেষ ট্রেন চলে যায়,কাউকে নিয়ে যায় কাউকে দিয়ে যায় অথচ কেউ কাউকে পায় না যেমন পায়না টুকরো কাগজ পথের সম্মোহনী গান, অথচ সারা দিন পথে পথে ঘুরে । প্মধ্যরাতে কালো পোশাকের সহিস নিয়ে আসে কালো গাড়ী আমার চলে যাওয়াই উচিত- এক্কেবারে চলে যাওয়া- আকাশের তারার সাথে কথা বলে কেটে যায় সুমহান রাত বারান্দার গ্রীলে জোছনার আনাগোনা- টুকরো টুকরো সোনা গাছেরা যত্নে বেড়ে উঠে আমার ছোয়ায়, প্রতিনিয়ত ছায়ার আগমনী শীতলতা। অথচ আমরা আমরা কেউই বুঝিনি কারো ভাষা । যেমন আমার শিক্ষকরা বুঝেননি জীবনের ভাষা, ভুল জীবনে ভুল ভেবে পারাপার, জননীর মমতা কিনে নিয়েছি সুশীতল সোনা রোদে- আমার সহোদর একলাই ঘুমায় । ইচ্ছে ছিল নদীর জলে পা চুবিয়ে কথা বলি জলজের সাথে কার ফসলের গোলা ভরলো, কে পেল সঙ্গি বা সঙ্গিনী নদীরা তার চরিত্র হারিয়েছে, স্রোতের মত রিকশার চাকা আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচিত।

প্রিয়তমা প্রেমিকা ছন্দে আবদ্দে খেলা করে সোনালু ফুল হাসির ভিতর রংধনু খোজার কথা শিখিয়েছিলেন কবি আমরা পরষ্পর অগ্নিউৎপাত করি চন্দ্র বা বৃক্ষের তলে । ঝরে পড়া পাতা বিচ্ছিন্ন করে ঠোটের আলাপন নিমেষে! আমরা আমাদের পাইনি, যেমন কচ্ছপ পায়না আকাশের চাতক- মেঘে মেঘে । আমরা তবুও ভালবাসা ভালবাসি ! আমার চলে যাওয়াই উচিত- এক্কেবারে চলে যাওয়া- মিছিলে শ্লোগানে আমরা সহস্র- একই সত্য ভাষন,কথন মুষ্টি বদ্ধ হাতে ঝরে পড়ে কখনও কখনও পাখির কান্না আমি জেনে গেছি আমাদের জীবন লিখা হবেনা, যদিও আমরা সহস্র, মুষ্টি বদ্ধ হাত, হাসতে থাকে কংক্রীটের পথ। আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচিত। আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচি জীবনে জীবন লিখেছে হাজারো কবিতা, ধুলো ঝড় মুছে দেয় কখনও কখনও, মধ্য দুপুরে ঘুম কাতুরে আমি ও বৃক্ষ।

কালো সহিসের কালো গাড়ী ক্রমাগত ডাকে আয় আয় । আমার চলে যাওয়া উচিত, যেমন জীবনের উচিত সমাপনী গান গাওয়া- মানুষ শূভ্র, সত্য হতো অমাবশ্যার অকৃত্রিমতায়। ফিরে যায় প্রতি ভোরে কালো সহিসের কালো গাড়ী প্রতি ভোরে, শিশুর সাইকেলে টং টং, গাছেদের পাতা ঝরা, ধুলোর উড়াউড়ি বা ভালবাসা বুঝতে না পারা প্রেমিকার ভালবাসা আমাকে লোভাতুর করে তোলে , উড়ে আসে মিথ্যে অহংকারের টুকরো। আমি বেচে থাকি, আমি জেগে থাকে,আমি আমাতেই থাকি- তবুও আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচিত. . থেমে যাক সব মোমের মূর্তি- বাণিজ্যিক শিক্ষার ভুল বানান নিজে যাক কালো গাড়ী- প্রিয়তম গন্তব্য আমার চলে যাওয়াই উচিত, এক্কেবারেই যাওয়া উচিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।