ফ্রি.....ড.....ম!!!!! ««অর্পণের ছবি ব্লগ প্রযোজনা«« জাতীয় যাদুঘরে প্রায়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এর পূর্বে দ্বাদশ আন্তর্জাতিক ঢাকা চলচ্চিত্ উৎসবে হয়েছিল বদনা সংক্রান্ত বাজে অভিজ্ঞতা। আজকে হলো রবি ঠাকুরের "চন্ডালিকা"-র মনমোহিনী একটা গীতিনাট্যের প্রদর্শনের মাঝখানে বৈদ্যুতিক গোলযোগ,এবং বেশ কয়েক দফায় সাউন্ডের চূড়ান্ত সমস্যার পরেও অনুষ্ঠনের মূল পাত্র-পাত্রী খুবই সূচারুরুপে সম্পন্ন করেছেন তাদের প্রদর্শণ। এক পর্যায়ে অডিয়েন্স থেকেই দায়িত্বপ্রাপ্ত্র প্রকৌশলীদের সাসপেন্ড করার দাবী উঠলো । এক বন্ধু ৬টায় যাদুঘরে থাকতে বললো, যদি জানতাম এমন অসাধারণ একটি অনুষ্ঠান হবে তবে ক্যামেরা নিতে অবশ্যই ভুল করতাম না নাহ্ চলুন ছবি দেখি ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬.ধোঁয়ার ভেতর মন্ত্র পাঠ হচ্ছে ১৭. ১৮. ১৯. ২০. শুভ রাত্রি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।